Space Update: অবশেষে রহস্যের সমাধান! অস্ট্রেলিয়ার বিচে ওই ধাতব বস্তুটা কী? ভিনগ্রহের জিনিস?

রহস্য়ময় একটা ধাতব সিলিন্ডার। সপ্তাহ দুয়েক আগে সেটা অস্ট্রেলিয়ার বিচের ধারে পাওয়া গিয়েছিল। তবে এবার তার রহস্যের সমাধান হল বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সির মতে, এটা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের( PSLV) তার তৃতীয় পর্যায়ের অবশিষ্ট অংশ। তারা জানিয়েছে, এই পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল( PSLV) ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন পরিচালনা করে। এটা মিডিয়াম লিফট লঞ্চ ভেহিকেল।

মহাকাশ এজেন্সি টুইট করে জানিয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ায় জুরিয়েন বিচের কাছে এটা পড়েছিল। এটা সম্ভবত পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের( PSLV) এর আবর্জনা।

গত ১৬ জুলাই প্রথম এটি দেখতে পাওয়া গিয়েছিল। তখনই হিন্দুস্তান টাইমসকে ইসরোর তরফে বলা হয়েছিল এটা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের( PSLV) তারই উপরের অংশ। তবে এটা পুরানো।

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছিলেন, এটা হল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের( PSLV) আপার স্টেজ। তবে এটা অনেকদিনের পুরানো। আসলে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের( PSLV) তৃতীয় ধাপটি হল একটি সলিড রকেট। সেটাই উপরের ধাপকে উপরের দিকে ঠেলে দেয়।

 

কিন্তু এই জঞ্জালটাকে নিয়ে এবার কী করবে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি?

সূত্রের খবর অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি এই পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের( PSLV) অংশটি সংরক্ষণ করে রাখছে। এটা নিয়ে তারা ইসরোর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবে।

এদিকে এই যন্ত্রটিকে ঘিরে নানা জল্পনা ছড়িয়েছিল। কারণ গত ১৪ জুলাই ইসরোর চন্দ্রায়ণের যাত্রা শুরু হয়েছিল। অনেকে তার সঙ্গেই বিষয়টি সম্পর্ক টানা শুরু করেছিলেন। তবে জল্পনায় জল ঢেলে দিল ইসরো ও অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি। ইসরোর মতো এটা পুরানো যন্ত্র।

বিশেষজ্ঞদের মতে, এটা ক্ষতিকারক কিছু নয়। এটা রকেটের অংশ বিশেষ বলা যেতে পারে। তবে এগুলি যাতে লোকালয়ে না পড়ে যায় সেব্যাপারে এজেন্সি আগে থেকেই ব্যবস্থা করে। না হলে বড় বিপর্যয় হতে পারে। তবে এবার সেই রহস্যের সমাধান কিছুটা হল।