Murshidabad: অধীর চৌধুরীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় বৃদ্ধাকে পিটিয়ে মারল তৃণমূলি গুন্ডারা

পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর মাস ঘুরতে চললেও রাজ্যে অন্ত নেই রাজনৈতিক হানাহানির। মুর্শিদাবাদের ডোমকলে রাজনৈতিক হিংসার শিকার হলেন কংগ্রেস সমর্থক এক বৃদ্ধা। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে পিটিয়ে হত্যা করেছে। এই নিয়ে গত ২ দিনে রাজ্যে রাজনৈতিক হিংসায় খুন হলেন ৩ জন।

কংগ্রেসের একনিষ্ঠ ওই কর্মীর নাম খাতুন বেওয়া (৬৫)। ডোমকলের ঘোড়ামারা এলাকার হারুরপাড়া গ্রামের বাসিন্দা তিনি। শনিবার তাঁর সামনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন কেউ। বৃদ্ধা প্রতিবাদ করলে স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে বেধড়ক মারধর করে। মারের চোটে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পর বৃদ্ধাকে ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্রমশ তাঁর অবস্থার অবনতি হতে থাকে। এর পর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তাঁকে স্থানান্তর করতে বলেন চিকিৎসকরা। স্থানান্তরের সময় পথেই মৃত্যু হয় বৃদ্ধার।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে ঘটনায় এখনো বৃদ্ধার পরিবারের পক্ষে কোনও অভিযোগ জমা পড়েনি। স্বতঃপ্রণোদিত খুনের মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, গ্রাম্য বিবাদের জেরে খুন হয়েছেন বৃদ্ধা।