WhatsApp ‘3 ticks’ message: ‘WhatsApp-এ ৩টি টিক? চ্যাট দেখছে সরকার’, ভাইরাল মেসেজ নিয়ে মুখ খুলল কেন্দ্র

হোয়্যাটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে কখন টিক পড়েছে, কতগুলি টিক পড়েছে, কী রঙের টিক পড়েছে; তা নিয়ে কম হুলুস্থুলু হয় না। অনেকের তো ঝগড়া পর্যন্ত হয়ে যায়। আর এবার নাকি দু’টি টিকের পরিবর্তে হোয়্যাটসঅ্যাপে তিনটি টিকও চালু হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল মেসেজে দাবি করা হতে থাকে। ওই মেসেজে দাবি করা হয়, হোয়্যাটসঅ্যাপ তিনটি টিক পড়লেই বোঝা যাবে যে আপনার চ্যাটের উপর নজরদারি চালাচ্ছে সরকার। টিকের রং পালটে গেলে তো বিষয়টি আরও জটিল হতে পারে। সেই পরিস্থিতিতে কোন টিকের অর্থ কী, তা নিয়ে কেন্দ্রের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে বলে ওই ভাইরাল মেসেজে দাবি করা হয়। যদিও ওই দাবি পুরোপুরি উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে ওরকম কোনও নির্দেশিকা জারি করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মেসেজটি সম্পূর্ণ ভুয়ো।

আরও পড়ুন: WhatsApp update: ৩২ জন থাকতে পারবে হোয়াটসঅ্যাপ কলে! ভিডিয়ো, অডিয়ো কেমন হবে?

রবিবাক কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্যযাচাইকারী (PIB Fact Check) টুইটার অ্যাকাউন্টে ওই ভুয়ো মেসেজ পোস্ট করা হয়। সঙ্গে লেখা হয়, ‘দাবি করা হচ্ছে যে (হোয়্যাটসঅ্যাপ) চ্যাটের উপর নজর রাখতে এবং মানুষের বিরুদ্ধে পদক্ষেপ করতে নয়া হোয়্যাটসঅ্যাপ নির্দেশিকা প্রকাশ করেছে ভারত সরকার। পিআইবি ফ্যাক্টচেক অনুযায়ী, এই মেসেজটি ভুয়ো। কেন্দ্রীয় সরকার এরকম কোনও নির্দেশিকা জারি করেনি।’

আরও পড়ুন: প্রতারণার নতুন ফাঁদ হোয়াটসঅ্যাপ পিঙ্ক, আজই সতর্ক হোন

ওই ভুয়ো মেসেজে কী বলা হয়েছে? যে মেসেজ থেকে সতর্ক থাকতে বলেছে কেন্দ্র। ওই ভুয়ো বার্তায় বলা হয়, ‘হোয়্যাটসঅ্যাপ সংক্রান্ত তথ্য। প্রথমত, একটি টিক পড়েছে মানে মেসেজ পাঠানো হয়েছে। দ্বিতীয়ত, দুটি টিক পড়েছে মানে অপরজনের কাছে মেসেজ পৌঁছে গিয়েছে। তৃতীয়ত, দুটি ব্লু টিকের অর্থ হল যে ওই মেসেজটি পড়ে নিয়েছেন প্রাপক। চতুর্থত, ওই মেসেজের বিষয়টি সরকারের নজরে এসেছে। পঞ্চমত, দুটি ব্লুক টিক এবং একটি রেড টিকের অর্থ হল যে আপনার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে সরকার।’

সেখানেই থামেনি ওই ভুয়ো মেসেজের বয়ান। তাতে আরও বলা হয়, ‘ষষ্ঠত, একটি ব্লু টিক এবং দুটি রেড টিকের অর্থ হল যে আপনার ডেটার উপর নজরদারি চালাচ্ছে সরকার। সপ্তমত, তিনটি রেড টিকের অর্থ হল যে আপনার বিরুদ্ধে পদক্ষেপ শুরু করেছে সরকার এবং আদালত থেকে সমন পাবেন।’ সেই মেসেজের প্রেক্ষিতেই কেন্দ্রের তরফে মুখ খোলা হয় এবং স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে এরকম কোনও পদক্ষেপের পথে হাঁটেনি সরকার।