Nagaland: নাগাল্যান্ড থেকে প্রথম রাজ্যসভার ভাইস চেয়ারপার্সন, অভিজ্ঞতা লিখলেন মহিলা MP

রাজ্যসভার প্রথম নাগা মহিলা এমপি এস ফাংগনন কোনিয়াক। তিনি নাগাল্যান্ডের ইতিহাসে প্রথম মহিলা এমপি যিনি রাজ্যসভার ভাইস চেয়ারম্য়ানের প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন। অফিসিয়াল স্টেটমেন্টে একথা জানানো হয়েছে। এবার সেই মহিলা এমপি তাঁর অভিজ্ঞতার কথা টুইটারে তুলে ধরেছেন।

তিনি লিখেছেন, কী একটা সপ্তাহ গেল। একেবারে দেশের প্রান্তিক রাজ্য থেকে এসে দেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে দেশ সেবা করার সুযোগ পেয়েছি। প্রথম নাগা মহিলা হিসাবে রাজ্যসভার এমপি হয়েছি। রাজ্যসভায় নর্থ ইস্ট থেকে প্রথম ভাইস চেয়ারপার্সনের তালিকায় এসেছি। এটা অত্যন্ত আনন্দের। আমি এটা লিখছি কারণ যাতে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা উৎসাহ পায় আগামী দিনে জনসেবাতে আসার ব্যাপারে।

 

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদানের কথা তুলে ধরেন। তিনি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কথা তুলে ধরেন। তিনি লিখেছেন, তাঁর জ্ঞানের মাধ্যমে আমি দিশা পেয়েছি। সঠিক পথে চলার জন্য় আমি তাঁর পরামর্শ পেয়েছি। সকলের ভালোবাসা, উৎসাহ ও সমর্থনে আমি এই জায়গায় আসতে পেরেছি। আমি আশা করি আপনারা সকলে এই দেশ সেবার কাজে আমার পাশে থাকবেন। সবে তো জার্নি শুরু হল। লিখেছেন প্রথম নাগা মহিলা এমপি যিনি রাজ্যসভার ভাইস চেয়ারপার্সনের আসন অলংকৃত করছেন। কার্যত সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

দেশের একেবারে প্রান্তিক এলাকা থেকে তিনি রাজ্যসভায় এসেছিলেন। গত বছর এপ্রিল মাসে তিনি রাজ্যসভার এমপি হিসাবে আসেন। তিনি নাগাল্যান্ড থেকে রাজ্যসভায় প্রথম মহিলা এমপি। এবার তিনি ভাইস চেয়ারপার্সনের আসনে। রীতিমতো উচ্ছাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।