Army Common Uniform: ব্রিগেডিয়ার থেকে শুরু করে সেনার সিনিয়র আধিকারিকরা, পরবেন একই পোশাক

এবার ভারতীয় সেনাতে পদস্থ আধিকারিকদের জন্য় একই ধরনের ইউনিফর্ম করা হচ্ছে। ব্রিগেডিয়ার থেকে তার পরবর্তী পদের সকলেই একই ইউনিফর্ম পরবেন। তিনি কোন ক্যাডারের বা তিনি কবে নিয়োগ পেয়েছিলেন এসব দেখা হবে না। জানিয়েছেন আর্মি আধিকারিক। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।

সেনা জানিয়েছে, এএনআই সূত্রে খবর, পদস্থ আধিকারিকদের পোশাকের মধ্য়ে যাতে কোনও ভেদাভেদ না থাকে সেটা দেখা হচ্ছে। সম্প্রতি আর্মি কমান্ডারদের মিটিং হয়েছিল। সেখানে এব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। তখনই এই পোশাকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

আধিকারিকদের মতে, মাথার টুপি, ব্যাজ, বেল্ট, জুতো সব এক হবে। ব্রিগেডিয়ার ও তার উপরের পদমর্যাদার সমস্ত আধিকারিকদের পোশাক এবার থেকে সমান হবে। মূলত একটি নির্দিষ্ট পদমর্যাদার পর থেকে সকলের মধ্য়ে যাতে একটা সমান পরিচিতি থাকে সেজন্য়ই এই ব্যবস্থা করা হচ্ছে। এখানে কে কোন রেজিমেন্টে রয়েছেন সেটা বিচার করা হবে না।

ব্রিগেডিয়ার ও তার উপরের পোস্টের আধিকারিক অনেকেই হেডকোয়ার্টারে পোস্টিং থাকেন। আর্মি আধিকারিকদের মতে, একই ধরনের ইউনিফর্ম হলে সিনিয়র অফিসারদের মধ্য়ে একটা কমন আইডেনটিটি থাকে। তবে সেই সঙ্গে সেনা আধিকারিকরা জানিয়েছেন, কর্নেল বা তার নীচের যে আধিকারিকরা রয়েছেন তাঁদের ইউনিফর্মে কোনও পরিবর্তন হচ্ছে না। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।