BYJU’S-Aakash Battle: শেয়ার নিয়ে দড়িটানাটানি, আকাশের প্রতিষ্ঠাতাদের কাছে আইনি নোটিশ পাঠাল বাইজুস

বাইজুসের নামেই কাজ করে থিঙ্ক অ্য়ান্ড লার্ন প্রাইভেট লিমিটেড। এবার আকাশ এডুকেশনাল সার্ভিসেসের কাছে আইনি চিঠি পাঠাল তারা। আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের শেয়ার কেন এখনও তাদের নামে করা হয়নি সেই প্রশ্ন তুলে এই লিগাল নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ২০২১ সালে বাইজুস ৩৩ বছরের পুরানো ব্রিক অ্য়ান্ড মর্টার কোচিং সেন্টার এইএসএলকে অধিগ্রহণ করে প্রায় ৯৪০ মার্কিন ডলারে। থিঙ্ক অ্য়ান্ড লার্ন প্রাইভেট লিমিটেড ৪৩ শতাংশ শেয়ার পায়। প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন পান ২৭ শতাংশ শেয়ার। 

এর জেরে থিঙ্ক অ্য়ান্ড লার্ন প্রাইভেট লিমিটেড ও এইএসএল পরস্পরের সঙ্গে মিশে যায়। তবে এই পরস্পরের মধ্য়ে মিশে যাওয়ার ক্ষেত্রে কিছুটা দেরি হচ্ছিল। কারণ ন্যাশানাল কোম্পানি ল ট্রাইবুনাল এতে দেরি করে ফেলে। এদিকে ২০২১ সালে যে অধিগ্রহণ হয়েছিল তার ৭০ শতাংশই নগদে হয়েছিল।

আসলে চৌধুরি পরিবার আকাশ এডুকেশনাল সার্ভিসকে থিঙ্ক অ্য়ান্ড লার্নের কাছে বিক্রি করে দিয়েছিল। সেটা বেশিরভাগটাই নগদে ও বাকিটা শেয়ারের মাধ্য়মে বিক্রিবাটা হয়েছিল। আর শেয়ার হস্তান্তর হলে পুরো বিক্রি বাটাটা সম্পূর্ণ হবে। কিন্তু সেই বৃত্তটাই সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ। 

সূত্রের খবর, আকাশে চৌধুরী পরিবারের ১৮ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। বাইজু আর তার প্রতিষ্ঠাতার রয়েছে ৭০ শতাংশ। আর বাকিটা পিই ফার্ম ব্ল্যাকস্টোনের। 

প্রসঙ্গত বিশেষজ্ঞদের মতে, আকাশকে বাইজুসের অধিগ্রহণের পরে ২০২৩এর আর্থিক বছরে তাদের সম্ভবত ৩০০০ কোটি আয় হয়েছে বলে মনে করা হচ্ছে।