Councilor Slaps with Slipper Viral Video: চপ্পল দিয়ে নিজের গালেই মার অটোচালক কাউন্সিলরের! ভাইরাল হল ভিডিয়ো

নির্বাচনে জেতার জন্য কত নেতা, কত কিছুই না বলেন। অনেক ক্ষেত্রেই সেই সব প্রতিশ্রুতি আর পূরণ করা হয় না। তা নিয়ে বিরোধী নেতারা আবার সরব হন। এটাই রাজনীতি। তবে খুব কম ক্ষেত্রেই নিজের ‘ভুল’ স্বীকার করেন রাজনীতিকরা। তবে ভারতের এই চিরাচরিত রাজনীতি দেখল ব্যতিক্রম। নিজের রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি বলে স্বীকার করলেন অন্ধ্রপ্রদেশের এক নির্দল কাউন্সিলর। শুধু তাই নয়, নিজের ‘ব্যর্থতার’ কারণে নিজের গালেই নিজের চপ্পল দিয়ে মারলেন তিনি। ৪০ বছর বয়সি সেই কাউন্সিলরের নাম মূসপার্থী রামারাজু। নরসিপটনম পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি তিনি। নির্বাচনে টিডিপির সমর্থনে সেখান থেকে দাঁড়িয়ে জিতেছিলেন তিনি। রামারাজু পেশায় অটো চালক। তাঁর নিজেকে চপ্পল দিয়ে মারার ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

কাউন্সিলরের নিজেকে নিজের চপ্পল দিয়ে মারার ঘটনার ভিডিয়োটি নিজেদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে অন্ধ্রের বিরোধী দল টিডিপি। ঘটনা প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআই-কে রামারাজু নিজে বলেন, ‘আমি ৩১ মাস আগে নির্বাচিত হয়েছিলাম। তবে কাউন্সিলর হিসেবে আমি নিজের দায়িত্ব পালনে ব্যর্থ। নিকাশি, বিদ্যুৎ, রাস্তার কোনও কাজই আমি আমার ওয়ার্ডে করতে পারিনি।’ তাঁর কথায়, আমি জনগণকে দেওয়া নিজের প্রতিশ্রুতি রাখতে পারিনি। এলাকার জন্য কাজ করতে সব ধরনের পদক্ষেপের চেষ্টাই নাকি তিনি করেছেন। তবে শাসকগোশষ্ঠী নাকি তাঁর ওয়ার্ডকে অবহেলা করে।

রামারাজুর অভিযোগ, পুর আধিকারিকরা তাঁর ওয়ার্ডের সমস্যা অগ্রাহ্য করেন। তাঁর ওয়ার্ডের কারও বাড়িতে জলের লাইনও এনে দিতে পারেননি তিনি। এই আবহে তাঁর বক্তব্য, ‘যখন নিজের প্রতিশ্রুতি মতো মানুষের জন্য কাজই করতে পারলাম না তখন কাউন্সিল বৈঠকে মরে যাওয়াই ভালো।’ এদিকে টিডিপির পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, রামারাজু মাইকে কিছু বলতে বলতে কেঁদে ফেলছেন। তার পর নিজেরই চপ্পল খুলে তা দিয়ে নিজের গালে প্রহার করছেন। টিডিপির পোস্টে লেখা, ‘রামারাজু একজন আদিবাসী জনপ্রতিনিধি। তিনি তেলুগু দেশম পার্টির সমর্থনে পুরভোটে জয়ী হয়েছিল। তবে গত ৩০ মাস ধরে জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও তিনি নিজের ওয়ার্ডে একটি জলের কলও বসাতে পারেননি।’ এই আবহে অন্ধ্রের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা।