Kunal on Buddhadeb :‘বাংলায় সন্ত্রাসের ভাষা শোনানো হয়েছিল বুদ্ধ জমানায়’ বেলাগাম কুণাল ঘোষ

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতাল ভর্তি হওয়ার পরেই লাগাতার আক্রমণ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে দেখতে যাচ্ছেন, অন্যদিকে বুদ্ধদেবের প্রতি কুণালের আক্রমণ কোনওভাবেই বন্ধ হচ্ছে না। ফের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার পাশাপাশি বিরূপ মন্তব্য করলেন কুণাল ঘোষ। শুধু বুদ্ধদেব ভট্টাচার্যকেই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকেও আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র। বুদ্ধদেব ভট্টাচার্যের সুস্থতা কামনা করার পাশাপাশি তিনি মন্তব্য করেছেন, ‘জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে বাংলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সিপিএমের আমলে বধ্যভূমিতে পরিণত হয়েছিল এই বাংলা।’

আরও পড়ুন: ‘‌আদিখ্যেতা করে মহাপুরুষ বানাবেন না’‌, বুদ্ধবাবুকে নিয়ে কড়া প্রতিক্রিয়া কুণালের

সোমবার তৃণমূল ছাত্র পরিষদের তরফে মণিপুরের হিংসা নিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই সভাতে বক্তৃতা রাখার সময় কুণাল বিজেপি থেকে শুরু করে সিপিএমকে একের পর এক আক্রমণ করেন। বাম জমানার কথা তুলে ধরে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যকে একের পর এক আক্রমণ করেন। কুণাল ঘোষ বলেন, ‘বুদ্ধদেব সুস্থ হোন। তবে তাঁর সময় বাংলায় সন্ত্রাসের কথা মনে করিয়ে দিতে হবে। জ্যোতি বসু, বুদ্ধদেবের আমলে বাংলা বধ্যভূমিতে পরিণত হয়েছিল। সিপিএম কী করেছে তা নতুন প্রজন্মকে বোঝাতে হবে, মনে করিয়ে দিতে হবে। জ্যোতি বসুর জামানা প্রত্যেক মানুষকে স্মরণ করিয়ে দিতে হবে।’ 

এখানেই না থেমে তিনি বলেন, ‘এই সিপিএম যা করেছে তার জন্য এদের যাতে কোনওভাবেই মহাপুরুষ সাজানো না হয়।’ তিনি আরও বলেন, ‘বাংলায় সন্ত্রাসের ভাষা শোনানো হয়েছিল বুদ্ধ ও জ্যোতি বসুর জমানায়। সেই কথা মানুষকে স্মরণ করিয়ে দিতে হবে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছেন গণহত্যা কী, গণধর্ষণ কী? এই সিপিএমের সন্ত্রাস আপনারা কোনওভাবে কাউকে ভুলতে দেবেন না।’ তিনি বলেন, ‘বিজেপির রাজনীতির বিরোধিতা করবো তবে সিপিএম যা করেছে তা নতুন প্রজন্মকে মনে করিয়ে দেব। ছেলেদের রক্তমাখা ভাত-মাকে খেতে বাধ্য করেছিল এই সিপিএম। শুধু তাই নয় নতুন প্রজন্মকে ইংরেজি শিখতে দেওয়া হয়নি’ বলে আক্রমণ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, ‘বুদ্ধদেব বাবু সুস্থ হোন কিন্তু সন্ত্রাসের কথা ভুললে চলবে না।’

উল্লেখ্য, এর আগের দিনই নিজের ফেসবুক পোস্টে কুণাল ঘোষ লিখেছিলেন, ‘বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্থ থাকুন; কিন্তু দয়া করে আদিখ্যেতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না। উনি সিপিএম আর ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে বহু ক্ষতি হয়েছে।’