Ravindra Jadeja Responds To Kapil Dev’s Criticism On Modern Players Being Arrogant

ত্রিনিদাদ: দিন কয়েক আগেই বর্তমান ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। বর্তমান ক্রিকেটারদের উদ্ধত বলে দাবি করেছিলেন কপিল। এবার সেই সমালোচনার কড়া জবাব দিলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।

কপিল দেবের মতে বাড়তি টাকা অনেক সময়ই ঔদ্ধত্যের জন্ম দেয়। বিশ্বজয়ী অধিনায়ক বলেন, ‘অনেক সময় প্রচুর টাকার সঙ্গে সঙ্গে ঔদ্ধত্যও আসে। আজকালকার ক্রিকেটাররা মনে করে ওরা সব জানে। এটাই তো তফাৎ। আমার মতে অনেক ক্রিকেটার রয়েছেন যাদের পরামর্শের প্রয়োজন রয়েছে। সুনীল গাওস্করের (Sunil Gavaskar) মতো একজন ক্রিকেটার যেখানে রয়েছে, সেখানে কি তাঁর কাছে গিয়ে সাহায্য চাওয়া যায় না?  এখানে কীসের ইগো? ওরা ভাবে ওরা দুর্দান্ত। হয়তো হতে পারে সত্যিই ওরা দুর্দান্ত। কিন্তু যে ৫০ বছর ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত, তিনি কিছু তো জানেন। এমন একজনের পরামর্শ কিন্তু অনেকসময় অনেককিছু বদলে দেয়।’

জবাবে জাডেজা বলেন প্রাক্তনীরা নিজেদের মতামত ব্যক্ত করতেই পারেন, তবে দলের কারুর মধ্যেই কোনওরকম ঔদ্ধত্য নেই। পাশাপাশি তাঁর দাবি দল পরাজিত হলেই এহেন মন্তব্য করা হয়। ‘আমি জানি না ওঁ এই কথাটা কখন বলেছেন। এসব নিয়ে আমি চর্চা করিনা। সবার ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে আমার মনে হয় না এই দলে কারুর মধ্যে ঔদ্ধত্য রয়েছে বলে। সবাই নিজের মতো করে খাটছে এবং ক্রিকেটটা উপভোগও করছে। সবাই নিজেদের সবটা উজাড় করে দিচ্ছেন। এমন মন্তব্য সাধারণত দলের পরাজয়ের পরেই করা হয়। আমরা তো সকলেই জাতীয় দলের হয়ে খেলছি, তাই সবসময়ই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এখানে ব্যক্তিগত কারুর লাভ-ক্ষতি নেই।’ বলেন জাডেজা।

পাশাপাশি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দলে রদবদল ঘটানোর ফলে টিম ম্যানেজমেন্টের সমালোচনা করা হয়। সেই সমালোচনাও মানতে নারাজ জাডেজা সোজাসাপ্টা জানিয়ে দিলেন এশিয়া কাপ, বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে এই সিরিজেই ভারতের কাছে নিজেদের দলে পরীক্ষা করে দেখার সুযোগ রয়েছে। বিসিসিআইয়ের তরফে পোস্ট করা একটি ভিডিওতে জাডেজা বলেন, ‘এশিয়া কাপ, বিশ্বকাপের আগে এটাই তো শেষ সিরিজ যেখানে আমরা দলে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, ভিন্ন ভিন্ন পরিকল্পনা খাটিয়ে দেখতে পারি। বিশ্বকাপ, এশিয়া কাপে তো এসব আর করা যাবে না। ব্যাটিং অর্ডার বদল করার মতো জিনিসপত্র আমরা করেছি। তবে এটা সম্পূর্ণভাবে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তাই এই বিষয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: হোটেলে ছেলেকে নিয়ে হাজির ব্র্যাভো, টিম ইন্ডিয়াকে ত্রিনিদাদে স্বাগত জানালেন ডোয়েন