উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব প্রিয়দর্শিনী মল্লিক, রাজ্যের কোন মন্ত্রীর মেয়ে?‌

শিক্ষায় দুর্নীতি নিয়ে সরব বিরোধীরা। রাজ্যের একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা এখন জেলে। একজন মন্ত্রী পর্যন্ত প্রেসিডেন্সি জেলে বন্দি। সিবিআই–ইডি নিয়োগ দুর্নীতির তদন্ত করছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস দুর্নীতি ঠেকাতে অ্যান্টি কোরাপশন সেল খুলতে চলেছেন রাজভবনে। এই আবহে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব নিযুক্ত হলেন প্রিয়দর্শিনী মল্লিক। এই প্রিয়দর্শিনী মল্লিক হলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে। এই কথা প্রকাশ্যে আসতেই বিরোধীরা গোলমাল পাকাবার ছক কষছে বলে সূত্রের খবর।

এই প্রিয়দর্শিনী মল্লিক আশুতোষ কলেজের মাইক্রো বায়োলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। এবার তাঁকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে নিয়োগ করা হল। গত ৩১ জুলাই এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে। তবে সেটা প্রকাশ্যে এসেছে আজ, বুধবার। এর আগে এই পদে ছিলেন তাপস কুমার মুখোপাধ্যায়। তাঁকে সরানো হয়েছিল। যদিও কারণ অজানা। তবে রাজ্যের বনমন্ত্রীর মেয়েকে শিক্ষা প্রশাসনে নিয়োগ করার ঘটনায় তলে তলে বিরোধীরা নতুন ছক কষছে। তাপস কুমার মুখোপাধ্যায় অবসর নেওয়ার পর পাকাপাকিভাবে নিয়োগ করা হয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর এই পদে থাকার মেয়াদ ছিল। কিন্তু তার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর।

এদিকে ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে হাতে আর বেশি সময় নেই। হাতে আর ৬ মাস আছে। তারপরই শুরু হবে রাজ্যজুড়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই আজ বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে নিয়োগ করা হল জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে। তিনি এই পদের জন্য যে যোগ্য সেটা তাঁর শিক্ষাগত যোগ্যতা থেকেই স্পষ্ট হয়। সুতরাং যাঁরা পরে বিরোধিতা করবেন তাঁদের এটাও মাথায় রাখতে হবে। কাকতালীয় ভাবে প্রিয়দর্শিনী মল্লিক রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে। তার সঙ্গে এই পদে আসীন হওয়ার কোনও যোগ নেই বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:‌ একসঙ্গে বাবা–ছেলের মৃত্যু বনগাঁয়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া

আর কী জানা যাচ্ছে?‌ অন্যদিকে এই প্রিয়দর্শিনী মল্লিক পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের উচ্চশিক্ষা সংসদের গভর্নিং বডির সদস্য হিসেবে ধ্রুবচাঁদ হালদার কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। সুতরাং অভিজ্ঞতা একটা আছেই। তিনি মাইক্রো বায়োলজি নিয়ে একাধিক প্রজেক্টে কাজ করেছেন। ফলে বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি। শিক্ষা প্রশাসনে নতুন দায়িত্ব পেয়ে প্রিয়দর্শিনী মল্লিক সংবাদমাধ্যমে বলেন, ‘‌আমি নির্দেশের প্রতিলিপি এখনও হাতে পাইনি। হাতে পেলে তখন জানাব আমার প্রতিক্রিয়া।’‌