Women’s Football World Cup: Jamaica Knock Out Brazil, Sweden Beats Argentina To Top Group G, Know In Details

নয়াদিল্লি: মহিলাদের বিশ্বকাপে (Womens World Cup) অঘটন। গ্রুপ পর্বও পেরতে পারল না তিন মহাশক্তিশালী দেশে – ব্রাজ়িল, আর্জেন্তিনা ও ইতালি। ১৯৯৫ সালের পর এই প্রথম মেয়েদের বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরতে পারল না ব্রাজ়িল। পুরুষদের বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক বিশ্বকাপজয়ী দেশের মহিলা দল একবারও ট্রফি জিততে পারেনি। ছ’বার বিশ্বকাপ খেলতে নামা মার্তাকে এ বারও ফিরতে হচ্ছে খালি হাতেই। ব্রাজিলের এই মহিলা ফুটবলারেরা বিশ্বকাপের সর্বাধিক গোলদাতা হয়েও এক বারও ট্রফি জেতেননি।

অন্য দিকে, আর্থিক দুরবস্থার মধ্যে থেকেও জামাইকার শেষ ষোলোয় যোগ্যতা অর্জন কার্যত রূপকথার মতোই। বিশ্বকাপ খেলতে আসার আগে দেশের সমর্থকদের থেকে সাহায্যের আবেদন করেছিল তারা। প্রায় ১ লক্ষ ডলার উঠে আসে। শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে তারা।

মেয়েদের বিশ্বকাপে একই দিনে বিদায় নিল ব্রাজ়িল ও আর্জেন্তিনা। সুইডেনের কাছে হেরে গেলেন লিওনেল মেসির দেশের মহিলা ফুটবলাররা। তাই একইসঙ্গে দুই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরা রয়ে গেল লা আলবিসেলেস্তেদের।

ব্রাজ়িলের মতো আর্জেন্তিনাকেও তাদের তৃতীয় ম্যাচে জিততেই হতো। প্রথমার্ধে সুইডেনের শক্তিশালী আক্রমণকে রুখে দেয় তারা। সুইডেন আগেই যোগ্যতা অর্জন করে যাওয়ায় এই ম্যাচে প্রথম সারির ফুটবলারদের অনেককেই বিশ্রাম দিয়েছিল। তাদের বিরুদ্ধে প্রথমার্ধে গোল করতে পারেনি আর্জেন্তিনা। উল্টে প্রথমার্ধের শেষের দিকে দলের অভিজ্ঞ ফুটবলার ফ্লোরেন্সিয়া বোনসেগুন্দো চোট পেয়ে বেরিয়ে যান। সুইডেন গোল না খাওয়ার লক্ষ্যে খেলতে নেমেছিল। ৬৬ মিনিটে তারাই এগিয়ে যায়। গোল করেন রেবেকা ব্লমভিস্ট। ম্যাচের একদম শেষের দিকে আর্জেন্তিনার গ্যাব্রিয়েলা শাভেজ বক্সের মধ্যে ফাউল করেন। পেনাল্টি থেকে গোল সুইডেনের এলিন রুবেনসনের। বিশ্বকাপ থেকে আর্জেন্তিনার বিদায় নিশ্চিত হয়ে যায়। শেষ ষোলোয় চার বারের চ্যাম্পিয়ন আমেরিকার বিরুদ্ধে খেলবে সুইডেন।

জয়ের লক্ষ্য নিয়ে নেমেছিল ব্রাজিলও। প্রথম ম্যাচে পানামাকে উড়িয়ে দিলেও দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের কাছে হেরে যায় ব্রাজিল। গ্রুপে জামাইকার থেকে এক পয়েন্টে পিছিয়ে তৃতীয় স্থানে ছিল তারা। ফলে ব্রাজিলকে জিততেই হতো প্রথম দুইয়ে থাকতে গেলে। কিন্তু গোটা ম্যাচে একাধিক সুযোগ পেলেও ব্রাজিল কাজে লাগাতে পারেনি। ব্রাজিলের গ্রুপে থাকা ফ্রান্স উড়িয়ে দিয়েছে পানামাকে। কাদিদিয়াতু দিয়ানির হ্যাটট্রিকে ৬-৩ গোলে জিতেছে তারা।

আরও পড়ুন: নচিকেতা আর ক্রিকেট, বার্ষিক অনুষ্ঠানে চমক দিতে চলেছে সিএবি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial