৩৯ এ ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’, টাইমলাইনে দেখুন তাঁর বর্ণময় কেরিয়ারের কৃতিত্ব

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুনীল ছেত্রী (Sunil Chhetri) আর দু’বছর পর তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে দু’দশক পূরণ করবেন। ভারতের ফুটবল নক্ষত্র ২০০৫ সালের ১২ জুন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দেশের জার্সিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অভিষেক করেছিলেন। তখন সুনীলের বয়স ছিল ২০ বছর। দলের মহাতারকা স্ট্রাইকার বাইচুং ভুটিয়া চোট পাওয়ায় কোচ সুখবিন্দর সিং দল গোছাতে নিদ্রাহীন রাত কাটাচ্ছিলেন। শেষপর্যন্ত সুনীলকে নিয়েই তিনি দল সাজিয়ে ছিলেন। সাদা জার্সিতে কুয়েতায় নেমেই ম্যাচে ছাপ রেখেছিলেন সুনীল। করেছিলেন গোল। আর সেদিনের সুনীল আজ ভারত অধিনায়ক। দেশের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলে সর্বোচ্চ গোলদাতা ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’। বৃহস্পতিবার সুনীল পা দিলেন ৩৯ বছরে।

আরও পড়ুন: Sunil Chhetri: ‘আমি তো জীবাশ্ম হয়ে গিয়েছি, আমার কোনও বিকল্প নেই …

ফিরে দেখা যাক সুনীলের বর্ণময় কেরিয়ারের কিছু কৃতিত্ব:

সুনীল দেশের জার্সিতে ১৪২টি ম্যাচে ৯২ গোল করেছেন। ভারতের জার্সিতে আজ পর্যন্ত কোনও ফুটবলার এত গোল করেননি।

সক্রিয় ফুটবলারদের মধ্যে এখন সুনীল তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। একে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (২০০ ম্যাচে ১২৩ গোল), দুয়ে লিয়োনেল মেসি (১৭৫ ম্যাচে ১০৩ গোল)

গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান। এখানেই সুনীলের সিনিয়র কেরিয়ারের হাতেখড়ি। ২০০৫ পর্যন্ত সুনীল খেলেছেন সবুজ-মেরুনে। ১৮ ম্যাচে করেছেন ১৮ গোল।
 
এরপর সুনীল জেসিটি (২০০৫-০৮), ইস্টবেঙ্গল (২০০৮-০৯), ডেম্পো (২০০৯-১০), চিরাগ ইউনাইটেড (২০১১), মোহনবাগান (২০১১-১২), চার্চিল ব্রাদার্স হয়ে (২০১৩ লোনে),বেঙ্গালুরু এফসি-র (২০১৩-১৫, ২০১৬ থেকে এখনও) জার্সিতে খেলছেন। সুনীল কিন্তু মেজর লিগ সকারের স্বাদও নিয়েছেন। খেলেছেন কানসাস সিটির হয়ে। সুনীল পর্তুগালের স্পোর্টিং সিপি-র বি টিমের হয়েও খেলেছেন।

সুনীল ১৩৪ ম্যাচে ৫৬ গোল করেছেন।

সুনীল বয়সভিত্তিক ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ পর্যায়ে খেলেছেন। 

সুনীল আইএসএল (২০১৮-১৯), আই-লিগ (২০১৩-১৪, ২০১৫-১৬), ফেডারেশন কাপ (২০১৪-১৫, ২০১৬-১৭) সুপার কাপ (২০১৮) ও ডুরান্ড কাপ (২০২২) জিতেছেন। হয়েছেন সাতবার ভারতের বর্ষসেরা ফুটবলার।

সুনীল দেশের জার্সিতে এএফসি চ্যালেঞ্জ কাপ (২০০৮), সাফ কাপ (২০১১, ২০১৫, ২০২১, ২০২৩), নেহরু কাপ (২০০৭, ২০০৯, ২০১২), আন্তঃমহাদেশীয় কাপ (২০১৮, ২০২৩) ও নেহরু কাপ (২০০৭, ২০০৯, ২০১২), ত্রি-দেশীয় সিরিজ (২০২৩) জিতেছেন।

আরও পড়ুন: WATCH | Lionel Messi: হাতের কাজ রাখুন, শুধু মেসির গোল দেখুন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)