Viral Macho restaurant: পুরুষরা পোশাক খুলে নাচে এই রেঁস্তোরায়, আর কী কী করে জানলে চমকে যাবেন

রেঁস্তোরায় গেলে খাওয়াদাওয়ার সঙ্গে একটু ফুর্তি হলে মন্দ কী! অনেকে হয়তো এমনটাই মত পোষণ করেন। ফলে বেশ কিছু রেঁস্তোরায় খাবারের সঙ্গে পানীয়ও পরিবেশন করা হয়। ধরা যাক, এমন রেঁস্তোরা আপনি গেলেন, যেখানে পুরুষ ওয়েটাররা পোশাক খুলে নাচ দেখায়। শুধু নাচ দেখায় তাই নয়, আরও অনেক কিছুই করে। মূলত মহিলাদের ‘আনন্দ’ দিতেই এসবের আয়োজন করা হয়। সম্প্রতি এই রেঁস্তোরার ভিতরের গল্পই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেসব গল্প জানলে আপনিও হয়তো সেখানে খেতে যাবেন। আর একবার খেতে গেলে বারবার যাওয়ার ইচ্ছে হতেই পারে।

(আরও পড়ুন: বর্ষায় এমনিতেই টমেটো এড়িয়ে যাওয়া উচিত বলছে আয়ুর্বেদ)

প্রসঙ্গত, এই রেঁস্তোরা ভারতের কোথাও নয়, বরং চিনে রয়েছে। সে দেশেই খুব সম্প্রতি রেঁস্তোরাটি পরিষেবা চালু করেছে। তাদের পরিষেবার মধ্যে শুধু খাবার পরিবেশন করাই আছে তেমনটা নয়। বরং রয়েছে ক্রেতাদের আমোদের সুযোগ করে দেওয়া। সেখানের পুরুষ ওয়েটারদের রীতিমতো পেশিবহুল শরীর। সেই শরীর যাতে ঠিকমতো দেখা যায়, পুরো পোশাকই খুলে দেন তারা। তার পর চলে নানা অঙ্গভঙ্গি দেখিয়ে ‘রসিয়ে রসিয়ে’ উত্তেজক নাচ। সংবাদ সূত্রে খবর, এই নাচের মধ্যে লোহার রড হাতে নিয়ে চাটার ভঙ্গিও করেন অনেকে। মূলত মহিলাদের ‘আমোদ প্রমোদের’ সুযোগ করে দিতেই এই ব্যবস্থা করা হয়েছে। তবে নাচের পাশাপাশি রয়েছে খাইয়ে দেওয়াও। মহিলা ক্রেতাদের খাইয়ে দিতে বিশেষ পদ্ধতি নেন পুরুষ ওয়েটাররা। একটি চাউমিনের এই প্রান্ত নিজের মুখে ধরে আরেক প্রান্ত ক্রেতার মুখে রাখেন। পাখি যেমন ছানাদের খাওয়ায়, সেভাবেই ঠোঁটে ঠোঁট রেখে খাবার খাওয়ানো চলতে থাকে। 

(আরও পড়ুন: ৫৫ ফুটের নেতাজি এঁকে ইন্ডিয়ান রেকর্ডসে নাম! কতটা কঠিন ছিল? জানালেন শিল্পী তারক)

এই রেঁস্তোরায় পুরুষ ওয়েটারদের প্রধান পোশাক হল ট্যাঙ্ক টপ। লম্বা ও পেশিবহুল চেহারার পুরুষরা মূলত সেটিই পরে থাকেন। নাচের সময় অনেকে সেই পোশাকও খুলে দেন। পোশাক খুলেই বেশিরভাগ ওয়েটাররা উত্তেজক নাচ পরিবেশন করেন। সাজেস্টিভ ডান্সিং-এর তালেও মেতে ওঠেন তাঁরা। অর্থাৎ যা কিনা যৌন আবেদন সৃষ্টিকারী। তবে এত আমোদ প্রমোদের ব্যবস্থায় বাধ সাধছে সরকার। রেঁস্তোরার এই চালচলন ইদানীং প্রশাসন ভালো চোখে দেখছে না। তাই রেঁস্তোরার বিরুদ্ধে নোটিশ জারি করেছে। সেই মর্মে রেস্তোরাঁ বন্ধ করতে হয়েছে রেস্তোরাঁ মালিককে। আদৌ আবার সেটি খোলা সম্ভব কিনা তা এখনও স্পষ্ট নয়।