পিএসজি ছাড়ার কথা ভাবছেন এনরিকে!

মাত্র কয়েক সপ্তাহ যেতেই পিএসজির নতুন কোচ লুইস এনরিকের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। দলের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়ে বিরাজমান অস্থিরতায় হতাশ স্প্যানিশ কোচ। তিনি নিজেই সরে দাঁড়ানোর চিন্তাভাবনা করছে বলে একটি রিপোর্ট করেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।

সম্প্রতি বার্সেলোনা থেকে উসমান দেম্বেলে পিএসজিতে যুক্ত হওয়ায় স্কোয়াড শক্তিশালী হলেও বড় ধরনের অস্থিরতা কেটে যাওয়ার কোনও আভাস পাওয়া যাচ্ছে না। এনরিকেও এসবে অভ্যস্ত নয়।

তাছাড়া লে পেরিসিয়ান-এর দাবি, আগস্টের শেষ দিকে ফুটবল অ্যাডভাইজার লুইস কাম্পোসকে ছাঁটাই করা হবে। তার বরখাস্তের আভাস এনরিকের ভবিষ্যৎ নিয়ে জোরেশোরে গুঞ্জন তুলেছে। এমবাপ্পের ব্যাপারে সমাধানই পারে ক্লাবে স্থিরতা ফেরাতে।

অবশ্য ফরাসি ফরোয়ার্ড বিশাল অঙ্কের রিলিজ ক্লজের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, যা তাকে আগামী মৌসুমের পর রিয়াল মাদ্রিদে যাওয়ার নিশ্চয়তা দিতো। অন্তত কোনও ক্লাবের কাছে ধার দিতে চাইছে না প্যারিস ক্লাব।