বিস্ফোরক পাচার কাণ্ডে NIA জেরার মুখে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী তৃণমূল প্রার্থী

বীরভূমের নলহাটি বিস্ফোরক উদ্ধার কাণ্ডে পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী তৃণমূল প্রার্থীকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে NIA. শুক্রবার বীরভূমের পাইকর থানায় NIA জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন কুশমোড় ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী তৃণমূল প্রার্থী ইসলাম চৌধুরী। তাঁর বাড়িতে হানা দিয়ে ল্যাপটপ ও একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন NIA-র গোয়েন্দারা।

পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের নহাটিতে পাথর খাদানে হানা দিয়ে বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার করেন NIA-র গোয়েন্দারা। সেই ঘটনায় আগেই তৃণমূল নেতা মনোজ ঘোষসহ ৩ জনকে গ্রেফতার করেছে NIA. অভিযোগ, বেআইনি বিস্ফোরক কারবারে যুক্ত মনোজ ঘোষসহ বাকি অভিযুক্তরা। সেই ঘটনার তদন্তে এবার ডাক পড়ল ইসলাম চৌধুরী নামে ওই তৃণমূল নেতার।

সূত্রের খবর, শুক্রবার সকালে পাইকর থানায় পৌঁছন NIA আধিকারিকরা। এর পর পুলিশের সাহায্যে তৃণমূল প্রার্থীকে তলব করেন তাঁরা। NIA-র একটি দল তৃণমূল প্রার্থীর বাড়ি গিয়ে তল্লাশি চালায়। সেখান থেকে একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করে তারা। সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তবে ইসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে কি না তা এখনও জানা যায়নি।

এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বেছে বেছে তৃণমূল নেতাদের নিশানা করছে কেন্দ্রীয় সংস্থা। পালটা বিজেপির দাবি, তৃণমূল নেতারাই নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত তাই তারাই গ্রেফতার হচ্ছেন। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। NIA একটি স্বতন্ত্র সংস্থা। তারা তাদের কাজ করছে।