Tamim Iqbal Steps Down As Bangladesh ODI Captain Out Of Asia Cup Back Injury

ঢাকা: গত কয়েক মাসে বাংলাদেশ ক্রিকেট (Bangladesh Cricket Team) দলে তামিম ইকবালকে (Tamim Iqbal) নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। বারবার নাটকীয় মোড় নিয়েছে তামিমের ক্রিকেট ভবিষ্যৎ। অবসরের সিদ্ধান্ত একদিনের মাথায় ফের অবসর ভেঙে ফিরে এসেছিলেন শেখ হাসিনার কথা। এবার এশিয়া কাপ (Asia Cup 2023) শুরুর আগে বাংলাদেশের ওয়ান ডে দলের নেতৃত্ব ছেড়ে দিলেন এই অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার। এমনকী এশিয়া কাপেও খেলবেন না বলে জানিয়েছেন তিনি।

পিঠের চোটে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তামিম। বিদেশ থেকে চিকিৎসা সেরে ফিরে এসেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও বসেছিলেন। কিন্তু এরপরই নাকি আচমকাই তিনি জানিয়ে দেন যে বাংলাদেশ জাতীয় দলের ওয়ান ডে ফর্ম্যাটে তিনি আর অধিনায়ক থাকবেন না। দলে কি তামিমের সঙ্গে দূরত্ব বেড়েছে অন্যান্য সতীর্থদের, তা নিয়ে ধোঁয়াশা কিন্তু তামিমের এই সিদ্ধান্তের পর আরও বাড়ল। 

অনেকেই মনে করছেন যে শাকিব আল হাসানের সঙ্গে মনোমালিন্যের জন্যই হয়ত জাতীয় দলে একঘরে হয়ে যাচ্ছেন বাংলাদেশের তারকা ওপেনার। তবে ২ ক্রিকেটার কখনও প্রকাশ্যে তেমন কিছু ইঙ্গিতও দেননি। 

উল্লেখ্য, বিশ্বকাপের আগে তামিম ইকবালের ২২ গজ থেকে অবসরের সিদ্ধান্ত শোরগোল ফেলে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেটে। তবে পরের দিনই ফের অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন বাংলাদেশের এই অভিজ্ঞ বাঁহাতি ওপেনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন যে তাঁর ফোনও ধরছিলেন না তামিম। অবশেষে নিজের অবসর ঘোষণার পরের দিন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন, দেখা করেন তামিম ইকবাল। এরপরই সিদ্ধান্ত বদল করেন অবসরের। বিশ্বকাপের আগে তামিমের জাতীয় দলে প্রত্যাবর্তন নিঃসন্দেহে সুখবর ছিল বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটপ্রেমীদের জন্য। 

সূত্রের খবর, সেদিন গণভবনের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তামিম। পরিবারের সঙ্গেই প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন তামিম। সেখানেই বাংলাদেশের ক্রিকেট ও তামিমের আচমকা অবসর নিয়ে কথা বলেন শেখ হাসিনা। জানা গিয়েছে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও ছিলেন গণভবনে। সেখানে সব পক্ষের দীর্ঘ আলোচনার পর এরপরই নাকি নিজের সিদ্ধান্ত বদলান তামিম। 

তামিম অবসর ভেঙে ফেরার পর তিনিই ফের অধিনায়ক হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। কিন্তু এশিয়া কাপের আগে এবার সেই নেতৃত্বের ব্যাটনও তুলে রাখলেন তামিম।