হৃদয়দের জাফনাকে বড় লক্ষ্য দিতে পারেনি সাকিবদের গল

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) নিয়ে শুক্রবার বাংলাদেশের ক্রিকেট ভক্তদের আগ্রহ নিশ্চয় তুঙ্গে। এক ম্যাচেই যে মুখোমুখি সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়। তবে ব্যাটিংয়ে আগের দুই ম্যাচের মতো আলো ছড়াতে পারেননি সাকিব। অন্যদের মতো বিবর্ণ তিনিও। তাতে জাফনা কিংসের বিপক্ষে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১৭ রান করেছে গল টাইটান্স। টানা তিন বারের চ্যাম্পিয়নদের জয়ে ফিরতে লাগবে ১১৮ রান। 

প্রথম দুই ম্যাচে ২৩ ও ৩০ রানের কার্যকরী ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার। জাফনা কিংসের বিপক্ষে গল টাইটান্স আগে ব্যাটিংয়ে নামে। দলের বিপদের মুহূর্তে ক্রিজে এসেও হাল ধরতে পারেননি সাকিব। আগের ম্যাচে তাণ্ডব চালানো টিম সেইফার্ট এবার মাত্র ১৮ রান করে থামেন। ১১তম ওভারে তিনি আউট হলে ক্রিজে পা রাখেন সাকিব।

কিন্তু ৯ বল খেলে ৬ রানে দুনিথ ভেল্লালাগের শিকার হন সাকিব। জাফনার স্পিনার টানা চার ওভারে ৪ ব্যাটারকে ফিরিয়ে গলকে চেপে ধরেন।

৮৯ রানে ৬ উইকেট হারানোর পর দাসুন শানাকা শেষ দিকে ২৪ বলে দুটি করে চার ও ছয়ে ৩০ রানে দলের সংগ্রহ বাড়ান। একই ওভারে তাকে ও আকিলা ধনাঞ্জয়াকে ফিরিয়ে ধাক্কা দেন নান্দ্রে বার্গার। শেষ ওভারে পড়ে আরেকটি উইকেট। 

শানাকা ও সেইফার্ট ছাড়া শেভন ড্যানিয়েল (২৫) ও লাসিথ ক্রুসপুরে (১৯) দুই অঙ্কের ঘরে রান করেন।