England Cricketer Alex Hales Announces Retirement From International Cricket

লন্ডন: তিন বছর পর গত সেপ্টেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। ইংল্যান্ডের হয়ে জিতে নেন গত বছরে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপও। তবে আর নয়, শুক্রবারই (৪ অগাস্ট) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের তারকা ওপেনার (England Cricket Team) অ্যালেক্স হেলস (Alex Hales)। ৩৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন তিনি।

ইংল্যান্ড বোর্ড এবং ম্যানেজমেন্টের সঙ্গে হেলসের বিরোধের কথা কারুরই অজানা নয়। দীর্ঘদিন তিনি জাতীয় দলের বাইরেই ছিলেন। তবে সকলকে খানিকটা চমকে দিয়েই হঠাৎ গত বছরের বিশ্বকাপের সময় তাঁকে ইংল্যান্ড দলে সুযোগ দেওয়া হয়। অবসরের দিনও নিজের কেরিয়ারের চড়াই উতরাইয়ের কথা মনে করিয়ে দিতে ভোলেননি হেলস। তিনি নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘তিন ফর্ম্যাট মিলিয়ে আমার দেশের হয়ে ১৫৬টি ম্যাচ খেলা আমার কাছে দারুণ গৌরবের। আমি এই প্রক্রিয়ায় কিছু বন্ধুত্ব যেমন গড়তে পেরেছি, তেমনই অনেক স্মৃতিও তৈরি হয়েছে। তবে এটাই বিদায় নেওয়ার সেরা সময় বলে আমার মনে হয়।’

 

তবে তিনি কিন্তু জানিয়ে স্পষ্ট দেন যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ঘরোয়া ক্রিকেট এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। ‘ইংল্যান্ডের জার্সি গায়ে আমি নিজের গোটা কেরিয়ার জুড়ে যেমন একেবারে সাফল্যের চূড়ায় পৌঁছেছি, তেমনি চরমতম হতাশারও সম্মুখীন হতে হয়েছে আমাকে। তবে এই হতাশার সময়ে আমি সবসময়ই আমার বন্ধুবান্ধব, পরিবার এবং অবশ্যই বিশ্বের সেরা সমর্থকদের থেকে অনেক সমর্থন পেয়েছি। আমি নটসের (নটিংহ্যামশায়ার) হয়ে এবং ভবিষ্যতে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আরও ভিন্ন ভিন্ন দলের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’ বলেন হেলস।

প্রসঙ্গত, হেলস এই বছর বাংলাদেশের বিরুদ্ধে আয়োজিত টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। আর ২০১৯ সালের পর থেকে তো তিনি আর আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট খেলেনইনি। তবে সামনের বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার আগে হেলসের এই সিদ্ধান্ত সকলকেই খানিকটা অবাকই করেছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: প্রথম টি-টোয়েন্টির পরেই আইসিসির শাস্তির মুখে পড়ল ভারত-ওয়েস্ট ইন্ডিজ় দুই দল