Asia Cup Squad By Monday, BCCI Waits For Rahul & Shreyas Fitness Report

মুম্বই: আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের (Asia Cup 2023) আসর। আর তার আগে ভারতীয় দলে কি ফিরতে পারবেন কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) বিরুদ্ধে একটি ওয়ান ডে হার ও গতকাল প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে হারের পর মিডল অর্ডারের দুর্বলতার জায়গা আবার প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে রাহুল ও শ্রেয়সের ফিট হয়ে ফেরাটা খুব দরকার। ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমির তরফে চূড়ান্ত কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, রাহুল দ্রুত ফিট হয়ে উঠেছেন। এশিয়া কাপেও জাতীয় দলে ফিরতে পারেন এই ডানহাতি। 


এনসিএতে এই মুহূর্তে নেটে ব্যাটিং শুরু করেছেন রাহুল। এমনকী উইকেট কিপিংও করছেন। নিজের সোশ্য়াল মিডিয়াতে সেই ছবিও পোস্ট করছেন কর্ণাটকী। সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষের দিকে ফিটনেস টেস্ট দিতে হবে রাহুল ও শ্রেয়সকে। সেই ফিটনেস টেস্টে পাশ করলেই মিলবে এশিয়া কাপে দলে ঢোকার ছাড়পত্র। এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণার শেষ দিন ১৫ অগাস্ট। এই পরিস্থিতিতে আগামী সোমবার দল ঘোষণা করতে পারে বিসিসিআই। পরবর্তীতে অবশ্য পরিবর্তনের সুযোগ থাকছেই। স্কোয়াড ঘোষণা করার পর দলের সদস্যদের নিয়ে এনসিএতে একটি ক্যাম্প আয়োজিত হবে। আগামী ২৪ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত এই ক্যাম্প চলবে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। উল্লেখ্য, চলতি বছরের শেষে বিশ্বকাপ। তার জন্য ব্য়াক আপ হিসেবে সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ ও সঞ্জু স্যামসন রয়েছেন। তবে মনে করা হচ্ছে বিশ্বকাপের দৌড়ে স্যামসনকে রাখা হবে না যদি রাহুল ও শ্রেয়স ফিট হয়ে ফিরতে পারেন দলে।

 


আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে নিজেদের অভিযান শুরু করছে ভারতীয় দল। আর অক্টোবরে শুরু হতে চলেছে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। টুর্নামেন্টে ভারতের মিডল অর্ডারে রাহুল ও শ্রেয়সের উপস্থিতি দলের ভারসাম্য নিঃসন্দেহে বাড়াবে।