Delhi Mohalla Clinic Overhyped: পুরো হতাশ! দিল্লির মহল্লা ক্লিনিক দেখে প্রথমে প্রশংসা, পরে ডিগবাজি কর্ণাটকের মন্ত্রীর

কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা দীনেশ গুন্ডু রাও দিল্লির মহল্লা ক্লিনিক দেখতে এসেছিলেন। শুক্রবার তিনি দিল্লিতে আম আদমি মহল্লা ক্লিনিক দেখতে এসেছিলেন। পঞ্চশীল পার্কে তিনি এই ক্লিনিক দেখতে আসেন। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ তাঁর সঙ্গে ছিলেন। কর্ণাটক ভবনের মেডিক্যাল অফিসারও তাঁর সঙ্গে ছিলেন। এদিকে সেখানে থাকাকালীন তিনি এই মহল্লা ক্লিনিকের রীতিমতো প্রশংসা করেন। প্রায় ঘণ্টা চারেক ধরে তিনি এই ক্লিনিক ঘুরে দেখেন। প্রশংসাও করেন।

তবে টুইট করার সময় তিনি পুরো ডিগবাজি খেলেন। তিনি সেখানে লিখেছেন, দিল্লির মহল্লা ক্লিনিক দেখলাম। বিশেষ কোনও লোকজনও নেই। কর্ণাটকে আমাদের ক্লিনিকে আরও অনেক সুবিধা থাকে। একটা ল্যাবেরটরিও থাকে। খুব দ্রুত টেস্ট করার জন্য় এটা থাকে। তবে যা বুঝলাম দিল্লিরটা পুরো অতিরঞ্জিত ব্যাপার। খুব হতাশ হলাম।

 

একেবারে পুরো ঘুরে গেলেন তিনি। ক্লিনিক দেখার সময় প্রশংসা। আর টুইট করার সময় কটাক্ষ। এদিকে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রীর এই ডিগবাজি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল। অনেকের ধারণা কংগ্রেসের সঙ্গে আপের মাঝেমধ্যেই ঠান্ডা লড়াই থাকে। তারই পরিণতিতে এবার দিল্লির কেজরিওয়াল সরকারের মহল্লা ক্লিনিককে বিঁধলেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে সংবাদ মাধ্যমের সামনে তিনি জানিয়েছিলেন, দেখলাম, বেশ ভালো লাগল। এই মহল্লা ক্লিনিক নিয়ে অনেক শুনেছিলাম। এটা সরাসরি দেখতে চেয়েছিলাম। কীভাবে তারা স্বাস্থ্য সংক্রান্ত পলিসিগুলি প্রয়োগ করে সেটা দেখতে চেয়েছিলাম। তবে দক্ষিণের রাজ্যে তামিলনাড়ু, কর্ণাটক, কেরলে স্বাস্থ্যকে সবসময় অগ্রাধিকার দেওয়া হয়। সব রাজ্যতেই কিছু না কিছু ভালো থাকে। সেটাই দেখা দরকার। আমাদেরও নাম্মা ক্লিনিক আছে। তবে আমাদের সিস্টেমটাকে কী করে উন্নত করা যায় সেটা দেখা হবে।

তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে জানিয়েছিলেন, কর্ণাটকের স্বাস্থ্য মন্ত্রী দিল্লির মহল্লা ক্লিনিক পরিদর্শন করেছেন। আমরা তাঁকে ও তাঁর টিমকে অভিনন্দন জানিয়েছি। কর্ণাটকে যে ভালো কাজ হচ্ছে তা থেকে শিক্ষা নেবে দিল্লি সরকার।