Abhishek Banerjee: অনুমানের ভিত্তিতে তদন্ত হয় না, অভিষেকের রক্ষাকবচ মামলায় EDকে ভর্ৎসনা বিচারপতির

অভিষেকের রক্ষাকবচ মামলায় ইডির তদন্তে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, অনুমানের ভিত্তিতে তদন্ত চলতে পারে না। একই সঙ্গে তদন্ত শেষ করে অপরাধীদের সাজা দেওয়ায় ইডির সাফল্যের হার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এদিন আদালতে ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল সওয়াল করে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে এসেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। আজ কেউ অভিযুক্ত নন বটে, কিন্তু কাল তিনি অভিযুক্ত বা দোষী হবেন না তার নিশ্চয়তা কী? প্রাথমিকে নিয়োগে প্রায় ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অনুমান।

এর পরই ইডির কৌঁসুলিকে থামিয়ে বিচারপতি ঘোষ বলেন, ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে এর স্বপক্ষে প্রমাণ কোথায়? শুধুমাত্র ৩ কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে মানিক ভট্টাচার্যের কাছ থেকে। অনুমানের ভিত্তিতে কোনও তদন্ত চলতে পারে না।

এর পর বিচারপতি বলেন, কলকাতায় ইডির তদন্তে অভিযুক্তদের দোষী প্রমাণে ইডির সাফল্যের হার কত? কত তদন্ত মাঝপথে আটকে রয়েছে? কেন তদন্ত শেষ করতে পারছে না ইডি? জবাবে ইডির আইনজীবী আইনি বাধ্যবাধকতা বোঝান বিচারপতিকে।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে বলেন, যে কোনও সময় অভিষেককে গ্রেফতার করতে পারে ইডি। তাই তাঁর রক্ষাকবচ বহাল রাখা হোক। চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, আমরা চাই তদন্ত জারি থাকুক। সত্য সামনে আসুক।

এই মামলার পরবর্তী শুনানি ১৭ অগাস্ট। সেদিন পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি। সেদিন ফের সওয়াল করবেন অভিষেকের আইনজীবী। ১৮ অগাস্ট এই মামলার রায়দান হতে পারে।