এবার ৩০ হাজার কোটির প্রতারণা নিয়ে সিরিজ

বছর তিনেক আগে মুক্তি পায় হানসাল মেহতা নির্মিত ওয়েব সিরিজ ‘স্ক্যাম ১৯৯২: দ্য হারশাদ মেহতা স্টোরি’। মুক্তির পর শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক মহলেও তুমুল জনপ্রিয়তা পায় এটি। আইএমডিবি-র রেটিং অনুসারে এটি ভারতের অন্যতম সেরা সিরিজ। যেখানে অভিনয় করে রাতারাতি তারকা বনে গেছেন প্রতীক গান্ধী। এতে উঠে আসে ১৯৯২ সালে ভারতের স্টক মার্কেটে হওয়া ৫ হাজার কোটি রুপির অর্থ কেলেঙ্কারির গল্প।

তিন বছর পর আবারও অর্থ কেলেঙ্কারি নিয়ে সিরিজ বানালেন হানসাল। তবে এবার তিনি মূল পরিচালক নন, তার তত্ত্বাবধানে এটি পরিচালনা করেছেন তুষার হিরামান্ডি। এবারের প্রজেক্টে অর্থের পরিমাণ ছয়গুণ বেশি, ৩০ হাজার কোটি রুপি! যেটা ঘটেছিল ২০০৩ সালে। তাই এবারের সিরিজের নাম ‘স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি’।

শুক্রবার (৪ আগস্ট) প্রকাশ্যে এসেছে সিরিজটির টিজার। সেই সঙ্গে জানানো হয়েছে মুক্তির তারিখ। আগামী ২ সেপ্টেম্বর এটি মুক্তি পাবে, ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ-এ।

এই সিরিজটি নির্মিত হয়েছে আব্দুল করিম তেলগি নামের এক ব্যক্তিকে ঘিরে, যিনি ভারতের ইতিহাসে সবচেয়ে বড় স্ট্যাম্প পেপার কেলেঙ্কারি ঘটিয়েছিলেন। এই চরিত্রে অভিনয় করেছেন গগন দেব রায়ার। যদিও টিজারে তার মুখ দেখানো হয়নি।

সিরিজের টিজার শেয়ার দিয়ে এর একটি সংলাপ মনে করিয়ে দিলেন হানসাল মেহতা। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখলেন, ‘জীবনে এগিয়ে যেতে হলে সাহসী কাজ তো করতেই হবে ডার্লিং! আব্দুল করিম তেলগির ভূমিকায় গগন দেব অসাধারণ কাজ করেছেন। শিগগিরই ট্রেলার মুক্তি পাবে।’

উল্লেখ্য, এই সিরিজে আরও অভিনয় করেছেন মুকেশ তিওয়ারি, সানা আমিন শেখ, দীনেশ লাল যাদব প্রমুখ।

টিজার: 

সূত্র: বলিউড হাঙ্গামা