Asian Games: Dipa Karmakar Dropped For Asian Games, Requests For Flexibility: Reports

নয়াদিল্লি: সাত বছর আগে রিও অলিম্পিক্সে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। ভারতের প্রথম জিমন্যাস্ট হিসাবে পৌঁছে গিয়েছিলেন ভল্ট ফাইনালে। পদক পাননি অল্পের জন্য। ভল্ট ফাইনালে বিখ্যাত প্রোদুনোভা ভল্ট অল্পের জন্য নিখুঁত করতে পারেননি। চতুর্থ স্থান অর্জন করলেও বিশ্ব জিমন্যাস্টিক্স মহলে সারা ফেলে দিয়েছিলেন।

সেই দীপা কর্মকার (Dipa Karmakar) কি আসন্ন এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করতে পারবেন না? যাঁর জন্য ভারতীয় জিমন্যাস্টিক্সের চেহারাটাই বদলে গিয়েছিল, তাঁকে ছাড়াই পদকের লড়াই করবে দেশ?

সূত্রের খবর, দীপার নাম বাদ দেওয়া হয়েছে এশিয়ান গেমসের দল থেকে। তবে সেই তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে। তারা অনুমোদন দিলে তবেই দীপাকে বাদ দিয়ে চিনের হাংঝাউ রওনা হবে ভারতীয় দল। যদিও দীপা হাল ছাড়ছেন না। সূত্রের খবর, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকে সিদ্ধান্ত বিবেচনা করার জন্য দুপাতার একটি চিঠি দিয়েছেন দীপা। আপাতত উত্তরের অপেক্ষায় রয়েছেন তিনি।  

২০১৯ সাল থেকে চোট এবং ডোপিং কাণ্ডে নির্বাসিত হয়ে মাঠের বাইরে থাকতে হয়েছিল দীপাকে। সদ্য সেই নির্বাসন উঠে যাওয়ার পর হাংঝাউতে আসন্ন এশিয়ান গেমসে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ট্রায়ালে নামেন তিনি। তবে এশিয়ান গেমসের দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে খবর। এশিয়ান গেমসে জিমন্যাস্টিক মহিলা বিভাগের প্লেয়ারদের নাম চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে পাঠানো হয়েছে। মঙ্গলবারের মধ্যে চূড়ান্ত তালিকা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

কিন্তু কেন বাদ দীপা? ট্রায়ালে দারুণ ফল করা সত্ত্বেও? শোনা যাচ্ছে, দীর্ঘদিন ফ্লোরে না থাকার কারণে ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন ত্রিপুরার জিমন্যাস্ট। যেটাকে মুখ্য কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে। ব্যক্তিগত ইভেন্টে সংশ্লিষ্ট খেলোয়াড়কে ১২ মাসের মধ্যে অষ্টম স্থান অর্জন করতে হতো। ১৫ জুলাই সময়সীমার মধ্যে এশিয়াড আয়োজকদের কাছে ক্রীড়াবিদদের পাঠানো তালিকায় দীপার নাম ছিল। তবে জানা গিয়েছে, মহিলাদের জিমন্যাস্টিক ইভেন্টের জন্য প্রণতি দাস এবং প্রণতি নায়েকের নাম চূড়ান্ত করা হয়েছে।

শোনা যাচ্ছে, দীপা কর্মকার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) কাছে যোগ্যতার মাপকাঠি কিছুটা শিথিল করার জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন। সেই চিঠিতে দীপা লিখেছেন, তিনি ২০১৭ এবং ২০১৯ সালে চোটের জন্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারেননি। এরপর করোনা অতিমারির কারণে প্রতিযোগিতার সুযোগ কম ছিল। ডোপিং লঙ্ঘনের কারণে ২১ মাসের স্থগিতাদেশ ছিল তাঁর উপর। যা চলতি বছর ২০২৩-এ শেষ হয়েছে। সব দিক বিবেচনা করে তাঁকে অংশগ্রহণের অনুমতি দিতে অনুরোধ করেছেন দীপা।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে রয়েছে এশিয়ান গেমসে দীপার ভাগ্য।

আরও পড়ুন: Rahul Dravid: ক্রিকেটের কিংবদন্তি, সময় পেলেই বসে যান জয়-বীরু-গব্বরের শোলে দেখতে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial