Partha Chatterjee: নিয়োগ দুর্নীতিতে আদালতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দিকে দায় ঠেলার চেষ্টা পার্থর

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে দায় ঠেললেন জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতে স্পষ্ট বললেন, নিয়োগ সংক্রান্ত রিপোর্ট মুখ্যসচিবের মাধ্যমে যেত মুখ্যমন্ত্রীর কাছে। যদিও আদালত থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর আনুগত্য প্রশ্নাতীত।

এদিন আদালতে পার্থবাবু জামিনের আবেদন করে বলেন, ‘নিয়োগে আমার ভূমিকা নেই। একটা অংশ নীতি প্রণয়ন করে অন্যরা নিয়োগ করেন।সচিবরা মুখ্যসচিবের অধীনে কাজ করেন। মুখ্যসচিব কাজ করেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে। SSC আলাদা একটি বোর্ড। মন্ত্রী SSCকে নিয়ন্ত্রণ করতেন না। আমি ৫টি দফতরের দায়িত্বে ছিলাম। আমি জানি না কারা চাকরি পেয়েছেন’।

সন্ধ্যায় আদালত থেকে জেলে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর আনুগত্য প্রশ্নাতীত বলে দাবি করে পার্থবাবু বলেন, ‘মুখ্যমন্ত্রী নিয়োগকর্তা নন, সুপারিশকর্তা নন। যারা ইংরাজি বোঝেন তাঁরা বুঝেছেন, দূরত্ব আমি বাড়াইনি। তাঁর প্রতি আমার আনুগত্য অপরিসীম ছিল, আছে আগামী দিনেও থাকবে’।

এদিন জামিনের আবেদন করে আদালতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নাম নেন পার্থ। বলেন, ‘বুদ্ধবাবুও অসুস্থ, আমিও অসুস্থ। আমাকে যে কোনও মূল্যে জামিন দেওয়া হোক।’