Kolkata Pothole solution: গর্তের ছবি তুলে টুক করে পাঠিয়ে দিন মেয়রকে, ২৪ ঘণ্টার মধ্য়ে সমাধান! রইল নম্বরটা

রোজ একই রাস্তা দিয়ে আপনি যান। কিন্তু রোজই দেখেন রাস্তায় বড় বড় গর্ত তৈরি হচ্ছে। কিন্তু কোথায় অভিযোগ জানাবেন সেটা বুঝতে পারেন না। তবে এবার মুসকিল আসান। গর্তের ছবি মোবাইলে তুলে টুক করে পাঠিয়ে দিন কলকাতার মেয়রকে। একেবারে হাতে গরম সমাধান হবে এবার। কোন নম্বরে আপনি সেই রাস্তার গর্তের ছবি তুলে পাঠাবেন সেটাও জেনে নিন। সেই নম্বরটি হল, 8335999111-এই নম্বরে আপনি গর্তের ছবি তুলে পাঠাতে পারেন। এতে কী হবে?

তবে তার আগে বলে রাখা ভালো সেটা কোন রাস্তা, সেখানকার কোন অংশের গর্ত সেসব উল্লেখ করে রাখুন। আর সেই ছবি দেখে যদি কলকাতা পুরসভার মনে হয় যে সেই গর্ত অবিলম্বে মেরামত করার দরকার তবে ২৪ ঘণ্টার মধ্য়ে সেখানে মোবাইল ভ্যান পাঠানো হবে। তারপরই সেখানে একেবারে মাখন রাস্তা করে দেবে কলকাতা পুরসভা।

বর্ষা এলেই কলকাতার বিভিন্ন রাস্তা খানাখন্দে ভর্তি হয়ে যায়। তবে বর্তমানে সেই প্রবণতা অনেকটাই কমেছে। কিন্তু তারপরেও কোনও রাস্তায় যদি গর্তের কারণে চলাফেরা করতে সমস্যা হয় তবে তৎক্ষনাৎ সেই ছবি তুলে পাঠিয়ে দিন মেয়রের কাছে। সেই মতো ব্যবস্থা নেবে পুরসভা।

এদিকে সেই গর্তের জেরে দুর্ঘটনাও হতে পারে। সেকারণে আর কোনও ঝুঁকি নিচ্ছে না পুরসভা। সেকারণে সেই রাস্তায় যাতে সমস্যা না হয় সেকারণে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ।

আপাতত পুরসভার হাতে তিনটি মোবাইল ভ্যান আছে বলে খবর। আরও এই ধরনের মেরামতির জন্য় ভ্যান আনার ব্যাপারে চিন্তাভাবনা করছে পুরসভা। সেই মতো ভ্যানের সংখ্যা বাড়লে কাজও দ্রুতগতিতে হবে।

এদিকে সূত্রের খবর, এই ধরনের মোবাইল ভ্যানগুলি অত্যন্ত কার্যকরী। গলিতেও চলে যেতে পারে। ট্রাম লাইনের পাশে কিছু জায়গায় গর্ত হয়েছিল। সেগুলোও মেরামতি করা হয়েছে। আপাতত ওই নম্বরে ছবি তুলে পাঠাতে পারেন। এরপরই আপনি বুঝতে পারবেন পাড়ার ভাঙাচোরা রাস্তাটি আদৌ সারাই হল ক্ষতি হল কি না!