Mohun Bagan | Durand Cup 2023: বুমোসের গোলে পঞ্জাবকে হারিয়ে গ্রুপ শীর্ষে মেরিনার্স

Mohun Bagan SG Beats Punjab FC 2-0 Durand Cup 2023: মোহনবাগান দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে চলে গেল গ্রুপ শীর্ষে। বাংলাদেশের সেনাকে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু করা দল, দ্বিতীয় ম্যাচে হারিয়ে দিল পঞ্জাবকে।