‘India Needs A Ben Stokes Type Cricketer’: Nasser Hussain Get To Know

লন্ডন: ইংল্য়ান্ড ক্রিকেট দলের অধিনায়ক প্রাক্তন নাসেন হুসেন (Nasser Hussain) মনে করেন ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) বেন স্টোকসের (Ben Stokes) মত একজন ক্রিকেটার প্রয়োজন। আর তেমনটা হলেই বিদেশের মাটিতে আরও শক্তিশালী দেশ হিসেবে খেলতে নামতে পারবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া ক্রিকেট দলে যেমন ক্যামেরন গ্রিন, তেমন একজন প্লেয়ারের উপস্থিতিও ভারতীয় দলের ভারসাম্য বাড়িয়ে দিতে পারে বলে মনে করেন হুসেন। 

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে খেলতে নেমেছিল ভারত। রানার্স আপ হয়েই যদিও সন্তুষ্ট থাকতে হয়েছে রোহিতদের। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়ে সেখানে ১-০ ব্য়বধানে জয় পেয়েছে ভারতীয় দল। এক সাক্ষাৎকারে নাসের হুসেন বলেন, ”ঘরের মাঠে ভারতীয় দল ভীষণ শক্তিশালী। ওদের পারফরম্যান্সও দুর্দান্ত। রোহিত, বিরাটের মত সিনিয়র প্লেয়ারও রয়েছেন। এছাড়াও শুভমন গিলের মত তারকা ক্রিকেটার রয়েছেন, যে আগামীর ভবিষ্যৎ ভারতীয় ক্রিকেটের।”

নাসের হুসেন আরও বলেন, ”যশপ্রীত বুমরা যদি ফিট থাকে, তবে ভারতীয় বোলিং অ্যাটাক আরও শক্তিশালী হবে। তিন ফর্ম্যাটেই নিজের ছাপ ফেলেছে বুমরা। এছাড়া অন্যান্য সিনিয়ররাও রয়েছে। তিনজন অলরাউন্ডার অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন।”

নাসের হুসেন মনে করেন একজন সিমার অলরাউন্ডারের অভাব রয়েই যাচ্ছে ভারতীয় দলে বিদেশের মাটিতে টেস্ট খেলার সময়। হার্দিক পাণ্ড্যর প্রসঙ্গ টেনে প্রাক্তন ইংরেজ অধিনায়ক বলেন, ”হার্দিক এই জায়গায় একদম সঠিক ব্যক্তি। কিন্তু হার্দিকের ফিটনেস ইস্যু রয়ে গিয়েছে। বিদেশের মাটিতে খেলার সময় দলে একজন বেন স্টোকসের মত বা ক্যামেরন গ্রিনের মত বা মিচেল মার্শের মত প্লেয়ার দরকার। যে ৬ বা ৭ নম্বর পজিশনে ব্যাটিং করবে ও ১০-১৫ ওভার বলও করে দেবে।”