পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকার দাবিতে বিক্ষোভ

অবিলম্বে ন্যূনতম ২৫ হাজার টাকা মজুরি কার্যকরের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে পোশাকশ্রমিক আন্দোলনের জোট ‘মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন’। ন্যূনতম ২৫ হাজার টাকা মজুরি, বোর্ডের কার্যবিবরণী প্রকাশ, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা, ৬৫ শতাংশ বেসিক, ১০ শতাংশ ইনক্রিমেন্ট এবং সপ্তম গ্রেডের বদলে পঞ্চম গ্রেডের দাবি জানান আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সংগঠনটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে মজুরি বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করে। এ সময় শ্রমিক নেতারা বলেন, বাংলাদেশ দ্বিতীয় রফতানিকারক দেশ এবং ইউরোপীয় ইউনিয়নে চীনকে ছাপিয়ে শীর্ষে থাকলেও শ্রমিকদের সস্তা মজুরির পরিচয় মুছেনি।

তারা আরও বলেন, মালিকরা উন্নয়ন করছে, অন্যদিকে মাত্র ৮ হাজার টাকা মজুরিতে পরিবার নিয়ে নানা সংকটে ভুগছে। এই বাজারে ২৫ হাজার টাকার নিচে শ্রমিকদের বাঁচা সম্ভব না। তাই অনতিবিলম্বে ২৫ হাজার টাকা মজুরির প্রস্তাব বিবেচনায় আনার আহ্বান জানান তারা।

ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে শ্রমিক নেতারা বলেন, মজুরি বোর্ডের ৬ মাসের মেয়াদের ৪ মাস অতিবাহিত হয়েছে। আমরা শ্রমিকের মজুরি ২৫ হাজার টাকা করার প্রস্তাব রেখেছি। অন্যান্য জোটও তাদের প্রস্তাব বোর্ডকে জানিয়েছে। অথচ এখনও কোনও পক্ষই মজুরি প্রস্তাব করেছে বলে শোনা যায়নি।

গার্মেন্ট শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আখতারের সভাপতিত্বে এবং গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি জলি তালুকদার, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শামীম ইমাম, জাতীয় সোয়েটার গার্মেন্টস ফেডারেশনের সভাপতি এ এম ফয়েজ হোসেন, ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বিপ্লবী গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম প্রমুখ।