Bengal Cricket Team: Manoj Tiwary Meets Laxmiratan Shukla, Bengal’s 25 Member Squad Announced For Tournament In Pondicherry

কলকাতা: প্রাক মরশুম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বেশ কিছুদিন। এবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে বেড়িয়ে পড়ছে বাংলা দল। পুদুচেরিতে ১৯ অগাস্ট থেকে প্রস্তুতি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে বাংলা দল (Bengal Cricket Team)। সেই টুর্নামেন্টের জন্য ২৫ সদস্যের দল বেছে নেওয়া হল বুধবার।

দলে ফিরলেন কণিষ্ক শেঠ। চোটের জন্য বাংলা দল থেকে ছিটকে গিয়েছিলেন। পরে মাঠে ফিরলেও, বাংলার হয়ে সেভাবে আর খেলতে দেখা যায়নি বাঁহাতি পেসারকে। টি-টোয়েন্টির দলে রয়েছেন তিনি। পুদুচেরিতে ভাল পারফরম্যান্স মানে, ফের বাংলা দলের দরজা খুলে যাবে তাঁর সামনে। দলে ফিরেছেন ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলা অলরাউন্ডার সন্দীপন দাস। রঞ্জি ট্রফিতেও খেলেছেন এক সময়। তবে ধারাবাহিকতার অভাবে বাদ পড়েন। লেগস্পিনার প্রয়াস রায় বর্মনকে রাখা হয়েছে দলে।

এই টুর্নামেন্টে খেলতে ১৭ অগাস্ট পুদুচেরি রওনা হবে বাংলা দল।

এদিকে, অবসর ভেঙে মাঠে ফেরার ঘোষণা করেছেন মনোজ তিওয়ারি ৷ সেই সিদ্ধান্ত ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বাংলা দলের কোচ লক্ষীরতন শুক্লর সঙ্গে বৈঠক করলেন তিনি ৷ বুধবার এই বৈঠক হয়েছে ৷ মনোজ বুধবার সকালে হাজির হয়ে গিয়েছিল হাওড়ায় লক্ষ্মীর অ্যাকাডেমিতে। সেখানে দুজনের বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে।

মনোজ আচমকা অবসর নেওয়ার পর একটা সময় শোনা যাচ্ছিল, এবার রঞ্জি ট্রফিতে বাংলার নেতৃত্ব দিতে পারেন অনুষ্টুপ মজুমদার। সাদা বলের ক্রিকেটে নেতৃত্বের দৌড়ে ছিলেন সুদীপ কুমার ঘরামি। কিন্তু মনোজ সিদ্ধান্ত বদল করায় তিনিই হয়তো রঞ্জি ট্রফিতে বাংলাকে নেতৃত্ব দেবেন।

নির্বাচিত বাংলা দল: অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামি, অঙ্কুর পাল, আদিত্য পুরোহিত, শাকির হাবিব গাঁধী, ঋত্ত্বিক রায়চৌধুরী, ওমপাল বোকেন, শুভঙ্কর বল, অগ্নিভ পান, রণজ্যোৎ সিংহ খইরা, সন্দীপন দাস (সিনিয়র), শুভম সরকার, সক্ষম চৌধুরী, কণিষ্ক শেঠ, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, দেবপ্রতিম হালদার, রবি কুমার, আকাশ দীপ, প্রদীপ্ত প্রামাণিক, বিকাশ সিংহ, প্রয়াস রায় বর্মন, কৌশিক মাইতি, কর্ণ লাল ও অনুরাগ তিওয়ারি।                            

আরও পড়ুন: ABP Exclusive: ১৭ বছরেই ইতিহাস! পাহাড়চূড়ার দুর্গে ধ্যান করে অভ্রান্ত নিশানা অদিতির, স্বপ্ন দেখাচ্ছেন ওজাসও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial