Asian Champions Trophy 2023 Hockey Semi-Finals India Won 5-0 Against Japan Know Full Match Highlights

চেন্নাই: প্রতিপক্ষ গতবার এশিয়ান গেমসে (Asian Games) সোনাজয়ী জাপান (Ind vs Jap)। যাদের সঙ্গে গ্রুপ পর্বে আটকে গিয়েছিল ভারতও। গ্রুপ পর্বের ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত ছিল। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে অবশ্য জাপানকে উড়িয়ে দিল ভারত। ৫-০ গোলে জিতে ফাইনালে পৌঁছে গেলেন হরমনপ্রীত সিংহরা।

ম্যাচের শুরুর দিকে জাপানের খেলোয়াড়েরা ভারতের ডি বক্স লক্ষ্য করে একের পর এক আক্রমণ করতে থাকে। তবে শুরুর ঝড়ের মুখে প্রতিরোধ গড়ে তুলেছিল ভারতীয় রক্ষণ। সেমিফাইনাল ম্যাচের প্রথম কোয়ার্টার শেষ হয় গোলশূন্যভাবে।

তবে ম্যাচের রং পাল্টে যায় দ্বিতীয় কোয়ার্টারে। ১৫ মিনিটের মধ্যে ৩ গোল করে ভারত। যা জাপানের যাবতীয় প্রতিরোধ গুঁড়িয়ে দেয়।

শুরুটা হয় ১৯ মিনিটে। ভারতের প্রথম গোল। আকাশদীপ সিংহ পাস বাড়ান। হার্দিক ও সুমিত মিলিতভাবে আক্রমণ গড়ে তোলেন। হার্দিক গোলের দিকে শট নেন। বল রিবাউন্ড হয়ে যায় আকাশদীপের কাছে। গোল করে দলকে এগিয়ে দেল তিনি।

২৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোল ভারতের। এবার গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ। তাঁর নীচু ড্র্যাগফ্লিক জাপানের দুই খেলোয়াড়কে পরাস্ত করে জড়িয়ে যায় জালে।

৩০ মিনিটে, দ্বিতীয় কোয়ার্টারের একেবারে শেষ লগ্নে ফের গোল ভারতের। মাঝ বরাবর মনপ্রীত সিংহের দৌড় জাপান রক্ষণকে ছিন্নভিন্ন করে দেয়। জাপানি ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল লক্ষ্য করে শট নেন মনপ্রীত। সেই বল থেকেই গোল মনদীপের। বিরতিতে ৩-০ গোলে এগিয়ে যায় ভারত।

তৃতীয় কোয়ার্টারে ব্যবধান বাড়ায় ভারত। ৩৯ মিনিটে ভারতের চতুর্থ গোল। ডানদিক থেকে ফের আক্রমণ মনপ্রীতের। জাপানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে পাস বাড়ান সুমিতের উদ্দেশে। যিনি ওভারল্যাপ করছিলেন। পাস ধরে গোল করেন সুমিত। তৃতীয় কোয়ার্টারের শেষে ভারত এগিয়ে গিয়েছিল ৪-০ গোলে।

৫১ মিনিটের মাথায় পঞ্চম গোল ভারতের। এবার গোলদাতা কার্তি। তামিলনাড়ুর খেলোয়াড়। নিজেদের অর্ধ থেকে দূর পাল্লার পাস বাড়ান হরমনপ্রীত। সেই বল পান শামশের। প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে তিনি বল বাড়ান কার্তিকে। জাপান গোলরক্ষককে পরাস্ত করে ৫-০ করেন কার্তি।

ফাইনালে ভারতের সামনে মালয়েশিয়া। যারা প্রথম সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন কোরিয়াকে ৬-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে।

আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের প্রচারে চমক? শহরে আসতে পারেন সহবাগ-হরভজন, ইডেন পর্যন্ত ব়্যালির পরিকল্পনা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial