Buddhadeb Bhattacharya: বিতর্ক অতীত! বুদ্ধদেবের সুস্থতা কামনা করে লাল গোলাপ পাঠালেন কুণাল

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন হাসপাতালে ভর্তি ছিলেন সেই সময় তার মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ১১ দিন হাসপাতালে থাকার পর বুদ্ধদেব ভট্টাচার্য বাড়ি ফিরতেই সেই তৃণমূল নেতা কুণাল ঘোষ তাঁকে লাল গোলাপের তোড়া পাঠালেন। সেই শুভেচ্ছা উপহার গ্রহণ করেছে বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য।

সূত্রের খবর, বুদ্ধবাবুর পাম এভিনিউয়ের বাড়িতে কুণালের দূত নিয়ে যান লাল গোলাপের তোড়া, মোহন সিংয়ের গাওয়া রবীন্দ্র সঙ্গীতের সিডি এবং তৃণমূল নেতার নিজের লেখা দুটি বই। সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, কুণাল বার্তাবাহককে নির্দেশ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা কর্মীর মাধ্যমে তিনি যে উপহার মীরা ভট্টাচার্যের হাতে পৌঁছে দেন।

নিরপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী মারফত এই উপহারের কথা জানতে পেরে বুদ্ধজায়া বার্তাবাহককে ডেকে পাঠান। তাঁর কাছে জানতে চান বুদ্ধবাবুর সঙ্গে তিনি দেখা করতে চান কিনা। উত্তরে বার্তাবাহক বলেন, তিনি বাইরের কাপড় পরে আছেন তাই দেখা করা উচিত হবে না। মীরা ভট্টাচার্য কুণালকে ধন্যবাদ জানাতে বলেন।

(পড়তে পারেন। চাপ কমাচ্ছি…ভুল বুঝবেন না! ফেসবুকে হঠাৎ কেন লিখলেন কুণাল ঘোষ)

প্রসঙ্গত বুদ্ধবাবু যখন হাসপাতালে ছিলেন, তখন কুণাল তাঁর আরোগ্য কামনা করেও তাঁকে ঘিরে ‘আদিখ্যেতা’ করে ‘মহাপুরুষ’ না বানানোর অনুরোধ করেন। এই পোস্টে বিরুদ্ধে সমালোচনায় সরব হয় বিরোধীরা। কুণাল পরে সাংবাদিক বৈঠক করে নিজের বক্তব্যে অনড় থেকে বলেন, তিনিও অন্যান্যদের মতো বুদ্ধবাবুর আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী জামানায় যে সমস্ত ‘অনৈতিক’ কাজ হয়েছিল তারও সমালোচনা করবেন। এবার ফুল পাঠিয়ে সেই বিতর্কে জল ঢাললেন কুণাল।