Panchayat News Update: পঞ্চায়েতে পদ পাইয়ে দেওয়া নামে কাটমানি নেওয়ার অভিযোগ মালদার তৃণমূল নেতা বিরুদ্ধে

পঞ্চায়েত প্রধান এবং বোর্ডে জায়গা করে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠল মালদার কালিয়াচকের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অঞ্চল সভাপতি ওই তৃণমূল নেতার টাকা নেওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মালদার কালিয়াচক ১ নং ব্লকের গয়েশবাড়ির অঞ্চল সভাপতি হাজি মীরাজুল বসনির বিরুদ্ধে এই টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। তার আগে সমাজমাধ্যমে অঞ্চল সভাপতির টাকা নেওয়ার ভিডিয়ো ছড়িয়ে পড়ে। দেখায় যায় এক ব্যক্তি তাঁকে বান্ডিল বান্ডিল টাকা দিচ্ছেন। যিনি দিচ্ছেন তাঁর বলাতে একটি বান্ডিলে হাতেও নিচ্ছেন মীরাজুল বসনি।

(পড়তে পারেন। ত্রিশঙ্কু ফলাফলেও বোর্ড গঠন করল তৃণমূল, বাঁকুড়ার বিজেপির জয়ী প্রার্থীরা যোগ দিল)

অভিযোগকারী তৃণমূলনেত্রীর দাবি, ‘আমাকে পঞ্চায়েত প্রধান করে করা হবে বলে টাকা নিয়েছিল মীরাজুল বসিন। আমার থেকে ১০লক্ষ টাকা নেন। এরকম আরও পাঁচজনের থেকে টাকা নিয়েছেন। চারজনের থেকে ১০ লক্ষ এবং একজনের থেকে ১৪ লক্ষ। কিন্তু আমাকে প্রধান করা হয়নি। আমি টাকা ফেরত চাই।’

অঞ্চল সভাপতির দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি বলেন,’আমি সুদে পাঁচ লক্ষ-দশ দেওয়ানেওয়া করি। সেই টাকা নেওয়ার ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে।’

(পড়তে পারেন। জয়ী নির্দলদের নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান কী?‌ ‘‌বিবেকের টান’‌ বোঝালেন কুণাল)

তৃণমূলের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভময় বসু জানিয়েছেন,’ভাইরাল ভিডিয়োর সত্যতা আছে কিনা খতিয়ে দেখতে হবে। তৃণমূল নেতা নিজের কোনও পারিবারিক কারণে টাকা নিয়েছেন, না কি পঞ্চায়েতে পদ পাইয়ে দেওয়ার টাকা নিয়েছেন তা খতিয়ে দেখতে হবে। খতিয়ে দেখে দলকে রিপোর্ট দিতে বলা হয়েছে। ‘

এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ মালদা বিজেপির জেলা সভাপতি পার্থ সারথি ঘোষ বলেন, ‘তৃণমূল কংগ্রেসকে আমরা কোনও দল বলে মনে করি না। তোলবাজি, দলবাজি, কাটমানি সিন্ডিকেট টিম।’