Howrah-Patna Vande Bharat: হাওড়া-পাটনা বন্দে ভারত, ফের ট্রায়াল রান, ভাড়া কত, সময় কেমন লাগবে, জানুন একনজরে

পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। শনিবার সেই ট্রেনের দ্বিতীয় ট্রায়াল হল। এরপর সেই ট্রেনের ভাড়া নির্দিষ্ট করা হবে। তবে যেটুকু তথ্য় মিলেছে তাতে দেখা যাচ্ছে, পাটনা থেকে হাওড়া পর্যন্ত সেই ট্রেনের ভাড়া হতে পারে ১৪৬০ টাকা। এক্সিকিউটিভ ক্লাসের জন্য় সেই ভাড়া হতে পারে ২৬৫০ টাকা।

তবে এবার ক্যাটারিংয়ের চার্জ নিয়ে শেষ পর্যন্ত পাটনা-হাওড়া বন্দে ভারতের ভাড়া কী হবে সেটা ঠিক হবে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগামী দু একদিনের মধ্য়ে সেই সংক্রান্ত ভাড়া নির্দিষ্ট করা হবে। বিহারে এই ট্রেনটি চারটি স্টপেজে থামবে। আর বাংলার ক্ষেত্রে এই ট্রেনের আপাতত একটি স্টপেজ থাকবে বলে খবর।

তবে মনে করা হচ্ছে পাটনা-রাঁচির তুলনায় বন্দে ভারতের পাটনা-হাওড়া রুটের ট্রেনের গতিবেগ আরও বেশি হবে। এই ট্রেনের গতিবেগ অবশ্য কিছুটা বাড়তে পারে। মোটামুটি প্রথম ট্রায়াল রানের পরে দেখা গিয়েছে, পাটনা থেকে হাওড়া পর্যন্ত বন্দে ভারতের গতিবেগ হতে পারে ১৩০ কিমি প্রতি ঘণ্টা। আর সর্বনিম্ন স্পিড হতে পারে ৪০ কিমি প্রতি ঘণ্টা। তবে বন্দে ভারত পুরোদমে এই রুটে চালানোর আগে সুরক্ষার বিষয়টি সবার আগে খেয়াল রাখতে হচ্ছে।

এবার পাটনা -হাওড়া রুটের এই বন্দে ভারত এক্সপ্রেসের রুটটি একবার জেনে নেওয়া যাক।

এটি পাটনা জংশন থেকে ছাড়বে। এরপর পাটনা সাহিব স্টেশনে দু মিনিটের জন্য থামবে। এছাড়াও মোকামা, লক্ষ্মীসরাই, যশিডি, আসানসোল স্টেশনেও থামবে এই বন্দে ভারত এক্সপ্রেস। খবর লাইভ হিন্দুস্তান সূত্রে।

তবে প্রাথমিকভাবে এই ট্রেনটি কটার সময় ছাড়বে, কোথায় কতক্ষণ থামবে তা জেনে নিন।

সব মিলিয়ে ট্রেনটি এই গোটা দূরত্ব মাত্র ৬.৫ ঘণ্টায় পার করবে। সকাল ৮টার সময় এটা পাটনা স্টেশন থেকে ছাড়বে।

এরপর ৮টা ১২ মিনিটে এটা পাটনা সাহিবে পৌঁছবে। সেখান থেকে আবার ৮টা ১৪ মিনিটে যাত্রা শুরু।

৮টা ৫৮ মিনিটে এটা মোকামা পৌঁছবে। সেখান থেকে আবার ৯টা ছাড়বে।

লক্ষ্মীসরাই যেতে ৯টা ২০ হয়ে যাবে। সেখানেও ২মিনিটের স্টপেজ।

যশিডিতে সকাল ১০টা ৫৮ মিনিটে আসবে। সেখান থেকে ছাড়বে সকাল ১১টায়।

আসানসোলে যাবে ১২টা ১৩ মিনিটে। ১২টা ১৫ মিনিটে এটা ছাড়বে। হাওড়াতে পৌঁছবে ২.৩০ হয়ে যাবে।

ফেরার পথে বিকাল ৩টে ৫৫ মিনিটে ছাড়বে। পাটনা যাবে রাত ১০টা ৩৫ মিনিটে।