Angry Passengers Lock TT: হঠাৎ ট্রেনে বন্ধ বিদ্যুৎ সংযোগ, টিটিকে বাথরুমে আটকে রাখলেন যাত্রীরা, দেখুন ভিডিয়ো

চলন্ত ট্রেনে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় টিকিট পরীক্ষককে ট্রেনের টয়লেটের মধ্যে আটকে রাখল যাত্রীরা। পরে বিদ্যুৎ ফিরে আসায় যাত্রীরা পরবর্তী স্টেশনে ছেড়ে দেয়। সুহেলদেব সুপারফাস্ট এক্সপ্রেসে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।  এই ঘটনা একটিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

ট্রেনটি আনন্দবিহার টার্মিনাল থেকে গাজিপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় এই ঘটনা ঘটে। আনন্দবিহার টার্মিনাল ছাড়ার কিছুক্ষণের মধ্যে ট্রেনের বি১ এবং বি২ কামরায় বিদ্যৎ সংযোগ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে কামরার আলো এবং এসিও। ফলে যাত্রীরা অস্বস্তিতে পড়েন। ঘটনা চক্রে ওই কামরাতেই ছিলেন টিটি। কখন বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে তা যাত্রীরা জানতে চান টিটির কাছে। কিন্তু তিনি কোনও সদুত্তর না দিতে পারেননি। এর যাত্রীরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। 

(পড়তে পারেন। স্টেশনে-স্টেশনে মিলবে সস্তার ওষুধ, বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল)

ইতিমধ্যে খবর পেয়ে ওই কামরায় চলে আসেন ট্রেনের ইঞ্জিনিয়াররা। তাঁরা বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার কাজ শুরু করেন। কিন্তু তাতে সত্বেও টিটিকে আটকে রাখেন যাত্রীরা।

পরে টুন্ডলা স্টেশনে ট্রেনটি পৌঁছলে ছুটে আসেন আরফিএফ জওয়ান এবং রেল আধিকারিকরা। তাঁরা যাত্রীদের আশ্বস্ত করেন। ট্রেনটি গন্তব্য উদ্দশে রওনা হয়। 

নজির বিহীন এই ঘটনার ডিভিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন। ওই টিটিকে টয়লেটের দরজার সামনে ঘিরে রয়েছেন তাঁরা। এর পর তাঁকে টয়লেটের ভিতর ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন যাত্রী। 

তবে দ্রুত ট্রেনের বি১ এবং বি২ কামরায় চলে আসেন রেলের ইঞ্জিনিয়াররা। তাঁরা বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক  করার কাজ শুরু করেন। পরবর্তী স্টেশনে পৌঁছনোর আগেই কামরা দুটিতে বিদ্যুৎ চলে আসে। স্বস্তি ফেরে যাত্রীদের মধ্যে।