IND Vs WI 4th T20I: Yashavi Jaiswal Thanks Hardik Pandya And Support Staff After Brilliant Half Century

ফ্লোরিডা: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম দুই ম্যাচেই পরাজিত হতে হয়েছিল। তবে ফ্লোরিডায় চতুর্থ টি-টোয়েন্টি (IND vs WI 4th T20I) জিতে সিরিজ়ের সমতায় ফেরে টিম ইন্ডিয়া (Team India)। ১৭৯ রান তাড়া করতে নেমে দুই তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং শুভমন গিলের ১৬৫ রানের দুর্দান্ত পার্টনারশিপে ভর করে নয় উইকেটে ম্যাচ জেতে ভারত। মাত্র নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচেই ৫১ বলে ৮৪ রানের ইনিংস খেলেন যশস্বী। তাঁকেই ম্যাচ সেরাও ঘোষণা করা হয়।

পাণ্ড্যকে ধন্যবাদ

ম্যাচে অনবদ্য এক ইনিংসের পর টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে ধন্যবাদ জানাচ্ছেন তরুণ ওপেনার। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই সহজ নয়। তবে আমি হার্দিক ভাই (পাণ্ড্য) এবং সাপোর্ট স্টাফদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। ওরা যে পরামর্শ দিয়েছিল তাতে বড় প্রভাব পড়েছে।’

এবারের আইপিএলটা অনেকটা স্বপ্নের মতোই কেটেছে যশস্বীর। ধারাবাহিকভাবে রাজস্থান রয়্যালসের হয়ে পারফর্ম করেছেন তিনি। ভারতের হয়ে টেস্ট অভিষেকেই শতরান হাঁকিয়েছিলেন। টি-টোয়েন্টি অভিষেকে অল্প রানেই তাঁকে সাজঘরে ফিরতে হলেও, বিশ ওভারের ফর্ম্যাটে নিজের দক্ষতা ঠিক তার পরের ম্যাচেই প্রমাণ করে দিলেন এই বাঁ-হাতি ব্যাটার। ব্যাটিংয়ের সময় নিজের পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে যশস্বী জানান, তিনি সবসময়ই দ্রুত রান করার লক্ষ্য নিয়েই টি-টোয়েন্টিতে মাঠে নামেন।

যশস্বী বলেন, ‘দল যেমন চায় আমি তেমনভাবেই খেলার চেষ্টা করি, সেভাবেই নিজেকে প্রস্তুত করি। যত দ্রুত সম্ভব, বিশেষ করে পাওয়ার প্লেতে দ্রুত গতিতে রান করার চেষ্টা করি। হ্যাঁ, পিচের পরিবেশ, পরিস্থিতি ওপর অনেককিছুই নির্ভর করে, কিন্তু প্রাথমিকভাবে দ্রুত রান করাটাই আমার লক্ষ্য থাকে।’

ম্যাচের বিবরণ

সাই হোপ ও শিমরন হেটমায়ারের দুরন্ত জোড়া ইনিংসে ভর করে ১৭৮ রানের লড়াকু ইনিংস খাড়া করেছিল ওয়েস্ট ইন্ডিজ়। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের দাপটে সহজেই যে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ওপেনিং জুটিতে ১৬৫ রানের চোখ ধাঁধানো পার্টনারশিপ জুড়লেন যশস্বী-শুভমন। দুজনেই হাঁকালেন অর্ধশতরান। ৪৭ বলে ৩ টি চার ও ৫ টি ছক্কার সাহায্যে ৭৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন শুভমন গিল (Subhman Gill)। যদিও দলকে জয়ের চৌকাঠে পৌঁছে দেন যশস্বী। ৫১ বলে ১১ টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে অপরাজিত ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলেন যশস্বী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্তমান বিশ্বের সেরা ব্যাটার বাবর আজম, স্পষ্ট জানিয়ে দিলেন বিরাট কোহলি