IND Vs WI Live: পঞ্চম টি-টোয়েন্টিতে টস জিতলেন হার্দিক, প্রথমে ব্যাটিং ভারতের

<p style="text-align: justify;"><strong>ফ্লোরিডা:&nbsp;</strong>ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ান ডে, উভয় সিরিজ়ই জিতেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তবে টি-টোয়েন্টি সিরিজ়ের শুরুতেই ধাক্কা খেতে হয় টিম ইন্ডিয়াকে। প্রথম দুই ম্যাচেই হারের সম্মুখীন হতে হয় টিম ইন্ডিয়াকে। কিন্তু দুর্দান্তভাবে পরের দুই ম্যাচ জিতে সিরিজ়ে সমতায় ফেরে&nbsp;<a title="হার্দিক পাণ্ড্য" href="https://bengali.abplive.com/topic/hardik-pandya" data-type="interlinkingkeywords">হার্দিক পাণ্ড্য</a>র (Hardik Pandya) নেতৃত্বাধীন&nbsp;<a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>। আজ, সিরিজ নির্ণায়ক পঞ্চম টি-টোয়েন্টি (IND vs WI 5th T20) ম্যাচে মুখোমুখি হবে দুই দল। কে জিতবে এই লড়াই? কোথায়ই বা দেখবেন ম্যাচ? জেনে নিন।</p>
<p style="text-align: justify;">গোটা সিরিজ জুড়েই ভারতীয় ওপেনাররা দলকে ভাল শুরু দিতে ব্যর্থ হয়। তবে অবশেষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ওপেনাররা ক্লিক করেন। যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল ১৭৯ রান তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন। ভারতীয় হিসাবে গড়ে ফেলেন রেকর্ডও। যশস্বী ও শুভমনের ১৬৫ রানের পার্টনারশিপই টি-টোয়েন্টিতে ভারতের সেরা ওপেনিং পার্টনারশিপ (যুগ্মভাবে)। দুই তরুণ ব্যাটারই অর্ধশতরান হাঁকান। এমন দুরন্ত এক ম্যাচের পর স্বাভাবিকভাবেই যশস্বী ও শুভমনের দিকে আজকের ম্যাচেও নজর থাকবে। নজর থাকবে ভারতীয় বোলিংয়ের দিকেও। শেষমেশ ভারতীয় দল দুরন্ত কামব্যাক সম্পূর্ণ করে সিরিজ জিতে নিতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>