Pakistan IED Blast: পাকিস্তানে ভয়াবহ IED বিস্ফোরণ! চিনের ২৩ জন ইঞ্জিনিয়ারের কনভয়ে হামলা

রবিবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বালুচিস্তান। পাকিস্তানের বালুচিস্তানের গদর এলাকায় চিনা ইঞ্জিনিয়ারদের একটি কনভয়ে হামলা চলে বলে খবর ‘গ্লোবাল টাইমস’ সূত্রে। জানা গিয়েছে, ওই কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার সময় কনভয়ে ছিলেন ২৩ জন ইঞ্জিনিয়ার। জানা গিয়েছে, কনভয়টি একটি পুলিশ স্টেশন পেরোনোর পরই এই বিস্ফোরণ ঘটে।

জানা গিয়েছে, বালুচিস্তানের গদর পুলিশ স্টেশনের কিছু দূরে এই হামলার ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সদ্য গ্লোবাল টাইমসের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে দেখা গিয়েছে, কনভয়ের গাড়িতে হামলার তেজ এতটাই ছিল যে, গাড়ির কাচ ভেঙে যায়। বহু গাড়িতে কাচে ফাটল দেখা যায়। গত সপ্তাহেই বালুচিস্তানের পাঞ্জগুর এলাকায় ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এক বিস্ফোরণে মারা যান। সেদিনের ওই ল্যান্ডমাইন বিস্ফোরণে মোট ৭ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান। ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান  ইশতাক ইয়াকুবকে নিয়ে সেদিন রওনা হয়েছিল তাঁর গাড়ি। পাঞ্জগুড়ের ডেপুটি কমিশনার বলছেন, আততায়ীরা সেদিন গাড়িকে টার্গেট করে প্রত্যন্ত জায়গায় ওই ল্যান্ড মাইনটি রেখে দিয়েছিল। এদিকে, এগিয়ে আসছে পাকিস্তানের ভোট। অন্যদিকে, ক্রমাগত সেখানে সন্ত্রাসী হামলা নানান জায়গায় ঘটতে দেখা যাচ্ছে। তারই মাঝে পাঞ্জাব প্রভিন্সে বেশ কয়েকজন চিন থেকে আসা নাগরিকদের বসবাস ঘিরে ও তাঁদের নিরাপত্তা দিতে কালঘাম ছুটেছে সেদেশের প্রশাসনের।

(আরও পডুন-  Tripura By Poll: ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার রণগর্জন বিরোধীদের! উপনির্বাচন ঘিরে শুরু পিচ-প্রস্তুতি)

( BJP Leader Sana Khan Missing: নিখোঁজ বিজেপি নেত্রী সানা খান! গ্রেফতার স্বামী অমিত সাহু, জেরায় বিস্ফোরক স্বীকারোক্তি)

পাঞ্জাব প্রভিন্সে বহু প্রাইভেট সংস্থায় কর্মরত রয়েছেন বহু চিনা নাগরিক। তাঁদের নিরাপত্তার জন্য আলাদা করে নিরাপত্তা এজেন্সির মদত নিচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের প্রশাসন। যাতে ওই চিনা নাগরিকরা ‘এ’ ক্যাটেগোরির নিরাপত্তা পান, তার জন্য  সেই বিষয়ে সচেষ্ট হয়েছে পাক প্রশাসন। পাঞ্জাব প্রভিন্সে ৪ টি সিপিইসি ও ২৭ টি নন সিপিইসি প্রজেক্টে কর্মরত রয়েছেন ৭৫৬৭ চিনা নাগরিক। তাঁদের নিরাপত্তায় প্রায় ৩ হাজারের বেশি নিরাপত্তা কর্মী সেখানে মোতায়েন রয়েছেন। সংবাদমাধ্যম দ্য ডন-এর খবর অনুযায়ী সেখানে ২৪ টি ক্যাম্প ও ৭০ টি বাড়িতে চিনা নাগরিকরা রয়েছেন।