Donald Trump indicted: ‘রাজনৈতিকভাবে অনুপ্রাণিত’ মামলা! জর্জিয়ায় ভোটের ফলাফলে কারচুপিতে অভিযুক্ত হতেই বললেন ট্রাম্প

বিপাক আর বিতর্ক যেন ছায়াসঙ্গী হয়ে গিয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ২০২০ সালের মার্কিন নির্বাচন নিয়ে ফের একবার তিনি ধাক্কা খেলেন আরও এক মার্কিন আদালতে। সেবারের ভোটের ফলাফলে কারচুপির অভিযোগ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন আদালতে অভিযোগ আগেই ছিল। এবার জর্জিয়া প্রদেশও এই অভিযোগ আনল। এদিকে এই ঘটনাকে ‘রাজনৈতিকভাবে অনুপ্রাণিত’ বলে আখ্যা দিয়েছেন খোদ ট্রাম্প।

২০২০ সালে তিনি মার্কিন নির্বাচনে কারচুপি করে ভোট জিততে চেয়েছিলেন বলে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ। জর্জিয়ার তরফের অভিযোগ, ট্রাম্প ও তাঁর সঙ্গে আরও ১৮ জন ‘এক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন যেখানে অবৈধভাবে ফলাফলকে পাল্টানো হয়েছে।’ ওদিকে, ট্রাম্প এমন অভিযোগ নিয়ে মুখ খুলেছেন ‘ফক্স নিউজ ডিজিটাল’ এর সামনে। সেখানে তিনি অভিযোগের সুর চড়া করে বলেছেন, ‘এই ঘটনা রাজনৈতিক অনুপ্রাণিত।’ ট্রাম্প বলেছেন,’ এটি রাজনৈতিকভাবে অনুপ্রাণিত অভিযোগ, যা প্রায় তিন বছর আগে এইটি আনা যেত, আমার রাজনৈতিক প্রচারের মাঝখানে এইটি আনা হয়েছে’ সুণিপুণ কৌশলে। এবার ফিরে যাওয়া যাক ২০২০ সালে মার্কিন নির্বাচনে। যেবার গদিচ্যূত হয়েছেন ট্রাম্প। সেবার জর্জিয়ার আসনটি হাতছাড়া হয়েছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে, চলতি বছরে তিনি তিনটি মামলায় অভিযুক্ত হন। এদিকে, জর্জিয়ায় নতুন করে তিনি দ্বিতীয়বার ওই একই মামলায় অভিযুক্ত হলেন। এদিক, সামন রয়েে ২০২৪ মার্কিন ভোট। সেখানে ৫ নভেম্বর মার্কিন সাধারণ নির্বাচনে আমেরিকা বেছে নেবে তাদের পছন্দের প্রেসিডেন্টকে। যেখানে নিজের প্রার্থীপদের ঘোষণা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ধনকুবের ট্রাম্প এই নিয়ে দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্টের গদিতে বসার জন্য ভোটের লড়াইতে নামতে চাইছেন। 

( পতাকা উত্তোলনের সময় আচমকা অসুস্থ! প্রয়াত ‘সুলভ ইন্টারন্যাশনাল’ এর প্রতিষ্ঠাতা বিন্দেশ্বর পাঠক)

ভোটে কারচুপি ঘিরে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলা রয়েছে, তাতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট সমেত মোট ১৯ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। সেই তালিকায় ট্রাম্পের দুই আইনজীবী, হোয়াইট হাউসের প্রাক্তন প্রধান মার্ক মিডোস রয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ভোটের ফলাফল বের হওয়ার পর তিনি ফোন করে সংশ্লিষ্ট আধিকারিককে ফলাফল পাল্টে দেওয়ার নির্দেশ দেন। এরপর মার্কিন নির্বাচনে জিতে জো বাইডন শপথ নিতে গেলে তাঁর শপথ অনুষ্ঠানে তাণ্ডব চালায় ট্রাম্প অনুগামীরা। গোটা বিশ্বের সামনে মাথা হেঁট হয় আমেরিকার। এরপর বাইডেন গদিতে আসতেই শুরু হয় আইনি পদক্ষেপ।