List of long weekend holidays in 2023: পরপর চারদিনের ছুটি কাটল! এরপর আবার কবে লম্বা উইকেন্ডের ছুটি পাবেন? দেখুন তালিকা

পর পর চারদিনের না হোক তিন দিনের ছুটি তো ছিলই। মাঝে সোমবার দিনটা ছুটি নিয়ে নিলেই লম্বা উইকেন্ড। অনেকেই ছোটখাটো বেড়ানো বেড়িয়ে এসেছেন এই সময়ে। 

এমন ছুটি এর পরে আবার কবে পাবেন? দেখে নিন বাকি বছরের তালিকা। 

 

বাকি অগস্ট মাস:

অগস্টের একটা লম্বা উইকেন্ড কেটেছে, কিন্তু এই মাসেই আছে এমন ক’টি দিন। 

২৬ অগস্ট, শনিবার

২৭ অগস্ট, রবিবার

২৯ অগস্ট, মঙ্গলবার: ওনাম

৩০ অগস্ট, বুধবার: রাখি বন্ধন

মানে, ২৮ অগস্ট ছুটি নিলেই হল। তাহলেই টানা পাঁচ দিনের ছুটি হয়ে যাবে। 

 

আগামী সেপ্টেম্বর মাস:

৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার: জন্মাষ্টমী

৯ সেপ্টেম্বর, শনিবার

১০ সেপ্টেম্বর, রবিবার

মানে, ৮ সেপ্টেম্বর শুক্রবার দিনটি ছুটি নিয়ে নিলেই হল। তাহলেই একটা চার দিনের ছুটি পেয়েছে যাবেন আপনি। এখানেই শেষ নয়। 

১৬ সেপ্টেম্বর, শনিবার

১৭ সেপ্টেম্বর, রবিবার

১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার: গণেশ চতুর্থী

এখানে ১৮ সেপ্টেম্বর সোমবার ছুটি নিলেই পেয়ে যাবেন চার দিনের ছুটি। 

 

আগামী অক্টোবর মাস:

১ অক্টোবর, রবিবার

২ অক্টোবর, সোমবার: গান্ধী জয়ন্তী

যাঁদের শনিবার ছুটি থাকে, তাঁরা এখানে পেয়ে যাবেন লম্ব উইকেন্ড। এর পরে অবশ্য বাঙালিদের জন্য মাসের শেষ দিকে পুজোর ছুটি তো রয়েছেই। 

 

চলতি বছরের নভেম্বর মাস:

গোড়াতেই আছে কালীপুজো আর দীপাবলি। ওই সময়ে টানা তিন দিন ছুটি পেতে পারেন। কারণ তার পরেই আছে গোবর্ধন পুজো। 

১১ নভেম্বর, শনিবার

১২ নভেম্বর, রবিবার: দীপাবলি

১৩ নভেম্বর, সোমবার: গোবর্ধন পূজা

আগের উইকেন্ডে সম্ভব না হলে আবার সুযোগ আসবে ওই মাসে। 

২৫ নভেম্বর, শনিবার

২৬ নভেম্বর, রবিবার

২৭ নভেম্বর, সোমবার: গুরু নানক জয়ন্তী

 

এই বছরের ডিসেম্বর মাস:

এই বছরের শেষ বড়দিনের ছুটিও সোমবার। ফলে সব মিলিয়ে তখনও তিন দিনের ছুটি। 

২৩ ডিসেম্বর, শনিবার

২৪ ডিসেম্বর, রবিবার

২৫ ডিসেম্বর, সোমবার: বড়দিন