Tilak Varma Makes Video Call To Congratulates MI Teammate For South Africa Call-Up, Shares Screenshot On Instagram

মুম্বই: ২ জনেই তরুণ ক্রিকেটার। ২ জনেই নজর কেড়েছেন আইপিএলে (IPL 2023)। একজন জাতীয় দলে অভিষেক ঘটিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন। দ্বিতীয় জন এবার জাতীয় দলে অভিষেকের প্রহর গুনছেন। কথা হচ্ছে ভারতের তিলক ভার্মা (Tilak Verma) ও দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis)। ২ জনেই আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছেন। তিলক ধারাবাহিক পারফর্ম করে জাতীয় দলের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পেয়েছিলেন। ব্যাট হাতে টি-টােয়েন্টি সিরিজে ৫ ম্যাচ খেলে ঝুলিতে ১৭৩ রান পুরেছেন। গড় ৫৭-র ওপরে। এবার আইপিএলে তাঁর সতীর্থ ব্রেভিস ডাক পেলেন জাতীয় দলে। অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন ব্রেভিস। নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিলক শুভেচ্ছা জানিয়েছেন ব্রেভিসকে। তিনি লিখেছেন, ”জাতীয় দলে তুমি ডাক পেয়েছ। অনেক অনেক শুভেচ্ছা। তোমার জন্য ভীষণ খুশি ও গর্বিত আমি।”

কিছুদিন আগে তিলক যখন জাতীয় দলে ডাক পেয়েছিলেন, তখন তাঁকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন ব্রেভিস। ভিডিও কলে ভারতীয় তারকাকে শুভেচ্ছাবার্তায় জানিয়েছিলেন, ”আমি আশা করি তুমি খুবই উত্তেজিত। কিন্তু আমি নিশ্চিত যে আমি হয়ত তোমার থেকেও বেশি উত্তেজিত। আমি আমার ও আমার পরিবারের পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা জানাতে চাই। এটা সত্যি তোমার ও তোমার পরিবারের জন্য খুবই গর্বের ও আনন্দের মুহূর্ত। আমি বুঝতে পারছি তোমার পরিবারের সবাই কতটা খুশি। তুমি তোমার স্বপ্নে বাঁচছ। তোমাকে আমার সমর্থন সবসময় রয়েছে।”

ব্রেভিসের শুভেচ্ছাবার্তার প্রত্যুত্তরে তিলক বলেন, ”দারুণ উপহার আমার জন্য। আমি খুব খুশি হয়েছি। আমি ভাবছিলাম হয়ত আমার কোচ বা পরিবারের কেউ হবেন। তবে তৃতীয় নামটি মনে হচ্ছিল ডেওয়াল্ড ব্রেভিস হতে পারে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাক সবসময় ভালবাসি ভাই। তোমার শুভেচ্ছাবার্তা পেয়ে আমি তোমার প্রতি সত্যিই কৃতজ্ঞ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ।”

 


এশিয়া কাপের প্রস্তুতি শুরু বিরাট কোহলির

৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এ বছরের এশিয়া কাপ টুর্নামেন্ট। সেই লক্ষ্যেই বিরাট প্রস্তুতি শুরু করে দিলেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জিমে কসরত করার একটি ছবি নিজের স্টোরিতে পোস্ট করেছেন বিরাট কোহলি। হাসিমুখে জিমে দাঁড়িয়ে কোহলি ছবিটি তুলে তাঁর ক্যাপশনে লেখেন, ‘খুশির জায়গা।’ প্রসঙ্গত, টুর্নামেন্টের জন্য ভারতীয় (Indian Cricket Team) স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। তবে সেই স্কোয়াডে যে কোহলির নাম থাকবে, তা ধরে নেওয়াই যায়। বিশ্বকাপ এগিয়ে আসছে, তাই এশিয়া কাপ মেগা টুর্নামেন্টের আগে ভারতীয় দলের কাছে নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ। স্বাভাবিকভাবেই তাই এই টুর্নামেন্টে কোহলির ফর্মের দিকেও নজর থাকবে।