গণঅধিকার পরিষদ নেতা মশিউর গ্রেফতার

গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার ( ১৬ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি রাতে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগের উপ- কমিশনার (ডিসি)  রাজিব আল মাসুদ।

তিনি বলেন, ‘মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।’ কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানোর সময় এটা বলতে পারবো।

এর আগে মশিউরকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। বুধবার ( ১৬ আগস্ট) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ এ অভিযোগ করেন।

আবু হানিফ অভিযোগ করে বলেন, ‘আজ (বুধবার) বিকাল ৫টার দিকে হাতিরঝিলের মহানগর প্রজেক্টের ২ নম্বর গেট থেকে সাদা পোশাকে ডিবি পুলিশ মশিউর রহমানকে তুলে নিয়ে গেছে। আমরা জানতে পেরেছি পুরোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’