চলন্ত গাড়ির ছাদে চালক ও সওয়ারি, স্টান্টের নেশায় বিপদ বাড়ছে পথেঘাটে

রিলের নেশায় একের পর এক বিপদজনক স্টান্টের খেলার মাতছে দেশের যুব সমাজের একাংশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায় নয়ডার দুই ব্যক্তি ইনস্টাগ্রাম রিল বানানোর নেশায় একটি চলন্ত গাড়িতে উঠে স্টান্ট দেখাচ্ছে। একজন এক্স প্ল্যাটফর্ম ব্যবহারকারী এক্স-এ পোস্ট করেছেন ছোট সেই ক্লিপিংসটি। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি চার চাকা গাড়িতে করে দুই ব্যক্তি আসছিল। প্রথমে তারা গাড়ির ভেতরে থাকলেও কিছুক্ষণের মধ্যেই দু’জনই দরজা ধরে দাঁড়িয়ে ঝুলতে থাকে। আরও আশ্চর্যজনক ভাবে তাদের একজন প্রথমে গাড়ির ছাদে বসলে, কিছুক্ষণ পর অন্যজন তার সঙ্গে যোগ দেয়। তাদের কেউই এই স্টান্টের বিপদ সম্পর্কে অবগত ছিল না। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে নয়ডা ট্র্যাফিক পুলিশ বিষয়টি নিয়ে তৎপর হয়। পুলিশ ওই গাড়ির চালককে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

 

ভাইরাল ভিডিয়োটি দেখুন:

সংবাদ প্রতিবেদন অনুসারে, ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরপরই এটি পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। যার ফলে তারা চালককে এই বড় অঙ্কের টাকা জরিমানা করে। গাড়িতে থাকা ব্যক্তি দুটির সৌভাগ্য যে ঘটনাটি একটি খালি রাস্তায় ঘটেছিল। ব্যস্ত সড়কে এই ধরনের বিপদজনক স্টান্ট বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। একের পর এক স্টান্ট থেকে বাড়ছে বিপদের সংখ্যা। দায়িত্ব জ্ঞানহীন বাইক, চারচাকার চালকরা মেতেছে জীবন-মৃত্যুর খেলায়।

সম্প্রতি ভাইরাল হওয়া আরও একটি ভিডিয়োতে দেখা যায়, উত্তরপ্রদেশে সাতজন মিলে একটি বাইকে চড়ে স্টান্টের ঘটনা। ২২ সেকেন্ডের ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, একজন যুবক বাইক চালাচ্ছে। তার পিছনে রয়েছে সাত যুবক। যার মধ্যে দুইজন চেপে বাইকের তেলের ট্যাঙ্কে। কেউ বা বসে আরেকজনের কাঁধে। নেই বিপদের চিন্তা, নেই হেলমেট। এমন দুঃসাহসিক স্টান্ট দেখে হতভম্ব নেটনাগরিকরা। একের পর এক অদ্ভুত স্টান্টের খেলায় হতবাক আমজনতা থেকে প্রশাসন। এই স্টান্টের নেশা আজকের যুবসমাজের সামাজিক ব্যাধিতে পরিণত হতে চলেছে বলে মনে করছেন সামাজিকবিজ্ঞানীদের একাংশ।