Dhupguri bypoll: কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ CRPF জওয়ানের স্ত্রী’কে ধূপগুড়িতে প্রার্থী করল BJP

ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জঙ্গি হামলায় শহিদ সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসীকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। মঙ্গলবার রাতের দিকে রাজ্য বিজেপির তরফে ঘোষণা করা হয়, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের (তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন) উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে তাপসীর নাম চূড়ান্ত করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। যিনি রাজনীতিতে অবশ্য তেমন সক্রিয় নন। তবে বিজেপির টিকিট পাওয়ার পর তাপসী জানান, এলাকার মানুষের জন্য কাজ করে যেতে চান। হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কাজ করতে চান বলে জানান ৩২ বছরের তাপসী। যিনি আপাতত সন্তানকে নিয়ে ধূপগুড়ির শরৎপল্লিতে থাকেন।

আরও পড়ুন: Dhupaguri by-election: ধূপগুড়ি উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল

রাজনৈতিক মহলের মতে, তাপসীকে টিকিট দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি ২০২১ সালের মার্চে শ্রীনগরে জঙ্গি হামলায় স্বামীকে হারিয়েছেন। শ্রীনগরে শহিদ হয়েছিলেন ধূপগুড়ি ব্লকের জুরাপানির জগন্নাথ। ২৫ মার্চ শ্রীনগরের লাওয়াপোড়ায় শ্রীনগর-বারামুল্লা জাতীয় সড়কে সিআরপিএফের ৭৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা টহল দিচ্ছিলেন। আচমকা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু হয়েছিল জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল দুই সিআরপিএফ জওয়ানের। আহত হয়েছিলেন জগন্নাথ। কয়েকদিন পরে তাঁর মৃত্যু হয়েছিল। সেইসময় তাপসীর কোলে ছিল সদ্যোজাত সন্তান। দুই বছর পর সেই তাপসীকে প্রার্থী করেছে বিজেপি।

আরও পড়ুন: Vande Bharat Express- ধূপগুড়িতে দাঁড়িয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেস‌, দীর্ঘক্ষণ থমকে থাকার কারণ কী?

আনুষ্ঠানিকভাবে বিজেপির প্রার্থীতালিকা প্রকাশের পর তাপসী জানান, ধূপগুড়ির মানুষের জন্য কাজ করতে চান তিনি। হাসপাতালে পরিষেবার মান আরও ভালো করতে চান। এলাকার মা-বোনেদের সুরক্ষাও নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন তাপসী। সেইসঙ্গে শহিদ জওয়ানের স্ত্রী বলেন, ‘ধূপগুড়ির উন্নয়ন করতে চাই। সেজন্য সবাইকে পাশে চাইছি। মানুষ যেন আমায় আশীর্বাদ করেন।’

উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হতে চলেছে। ফলপ্রকাশ হবে আগামী ৮ সেপ্টেম্বর। উত্তরবঙ্গের সেই বিধানসভা আসন বিজেপির হাতেই ছিল। কিন্তু গত মাসের শেষের দিকে বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যু হয়। সেই পরিস্থিতিতে দ্রুত উপ-নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (দেশের আরও কয়েকটি কেন্দ্রে উপ-নির্বাচন হবে সেদিন)। ইতিমধ্যে ধূপগুড়ি আসনে নিজেদের প্রার্থীর নাম প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্মলচন্দ্র রায়কে টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। বাম-কংগ্রেসের প্রার্থী হিসেবে ভাওয়াইয়া সংগীত শিল্পী ঈশ্বরচন্দ্র রায় লড়াই করবেন।