East-West metro extension test: গঙ্গার তলা দিয়ে মেট্রোয় চড়তে সইতে হবে ‘কষ্ট’, ২ শনিবার বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো

‘ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট’ চলবে। সেজন্য পরবর্তী দুটি শনিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর (গ্রিন লাইন) পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ আগামী ১৯ অগস্ট এবং আগামী ২৬ অগস্ট ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলবে না। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই দু’দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা-সল্টলেক সেক্টর ফাইভ এবং এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশে ওই সেফটি টেস্ট চালানো হবে। যে কাজটা গঙ্গার তলা দিয়ে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অংশে মেট্রো পরিষেবা চালু করার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওই ‘ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট’-র মাধ্যমে কী পরীক্ষা হবে?

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই ‘ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট’-র মাধ্যমে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা-সল্টলেক সেক্টর ফাইভ এবং এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশকে একসূত্রে বেঁধে ফেলা হবে। অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের দুটি অংশের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সংক্রান্ত মেলবন্ধন ঘটানো হবে, যাতে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশে মেট্রো পরিষেবা শুরু করা যায়। যে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশেই মেট্রো গঙ্গার তলা দিয়ে যাবে।

এমনিতে আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু আছে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অংশেও বাণিজ্যিক পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে মেট্রো। ইতিমধ্যে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশে একাধিক মেট্রোর ট্রায়াল রান (সেফটি রান) হয়েছে। ভারতে প্রথমবারের মতো গঙ্গার তলা দিয়ে ছুটেছে মেট্রো। যে ঐতিহাসিক ট্রায়াল রানের সাক্ষী ছিল হিন্দুস্তান টাইমস বাংলাও।

আরও পড়ুন: East-West Metro underwater tunnel: নদীর তলায় মিলল ‘গঙ্গাজলের’ আশীর্বাদ, মেট্রোর ট্রায়াল রানের সাক্ষী HT Bangla

মেট্রো সূত্রের খবর, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশ প্রায় তৈরি হয়ে গিয়েছে। আপাতত যা কাজ চলছে, তা মূলত শেষ পর্যায়ের কাজ। তারপর রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্রের জন্য আবেদন করা হবে। রেলওয়ে সেফটি কমিশনার সবুজ সংকেত পেলেই গঙ্গার পূর্ব এবং পশ্চিম পাড়ের হাজার-হাজার মানুষের স্বপ্নপূরণ হবে। বাণিজ্যিকভাবে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে।

তবে একটি মেট্রোয় চেপে চটজলদি হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে পৌঁছাতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে আমজনতাকে। বৌবাজার বিপর্যয়ের জন্য আপাতত এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত অংশের কাজ শেষ হয়নি। ২০২৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা চালু করার বিষয়ে কোনও সুখবর মিলতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন: Kolkata metro latest technology: পুরো কলকাতায় কারেন্ট না থাকলেও ছুটবে মেট্রো! আসছে নয়া প্রযুক্তি, দেশে প্রথম