তিন বাঁ-হাতিকে নিয়েই শাস্ত্রীর দল, বিশ্বকাপে দুই নক্ষত্রই প্রাক্তন কোচের বাজি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১২ বছর পর ফের ভারতে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার পরেই ফ্য়ানদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কবে থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি ( ICC ODI World Cup 2023 Tickets) শুরু হবে। এবার ওয়ার্ম-আপ ম্যাচ নিয়ে মোট ১২টি শহরের ডজন ভেন্যু বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপ আয়োজন করার জন্য। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৮ ম্যাচের বিশ্বযুদ্ধের আসর বসবে- আহমেদাবাদ (Ahmedabad), বেঙ্গালুরু (Bengaluru), চেন্নাই (Chennai), ধরমশালা (Dharamsala), দিল্লি (Delhi), হায়দরাবাদ (Hyderabad), কলকাতা (Kolkata), লখনউ (Lucknow), মুম্বই (Mumbai) ও পুণেতে (Pune)। তিরুঅনন্তপুরম (Trivandrum) ও গুয়াহাটিতে (Guwahati) হবে গা ঘামানোর ম্যাচগুলি।

আরও পড়ুন: ICC ODI World Cup 2023 Tickets: মাঠে বসে খেলা দেখতে চাইলে এখনই নথিভুক্ত করান নিজের নাম

২০১৩ সালের পর ভারতীয় ড্রেসিংরুমে আর কোনও আইসিসি-র ট্রফি ঢোকেনি। ভারতের কাছে এবার সুবর্ণ সুযোগ কাপ জেতার। রোহিত শর্মাদের বিশ্বকাপের দল কেমন হতে পারে, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। তবে ভারতের প্রাক্তন কোচ ও বিশ্বকাপ জয়ী রবি শাস্ত্রী (Ravi Shastri) বলছেন যে, দলে তিনজন বাঁ-হাতি ক্রিকেটার থাকুক। শাস্ত্রীর পছন্দের তালিকায় রয়েছেন দুই নতুন মুখ- ঈশান কিশান ( Ishan Kishan) ও তিলক বর্মা (Tilak Varma)। রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) রেখেই তিনি বাকি দুই বাঁ-হাতিকে বেছে নিয়েছেন।

এক খেলার চ্যানেলে কথা বলতে গিয়ে শাস্ত্রী বলছেন, ‘মিডল অর্ডারে তিনটি আরও জায়গা রয়েছে। যেখানে আমার মনে হয় দুই বাঁ-হাতি ক্রিকেটারের থাকা উচিত। নির্বাচকরা জানেন যে, কে হট! কারণ তাঁরা দেখেছেন খেলোয়াড়দের। তিলক বর্মাকে যদি মনে হয় সে হট, তাহলে তাকে নিয়ে আসা হোক। যদি মনে হয় যশস্বী জয়সওয়াল হট, তাহলে তাকে আনা হোক টিমে। আমি বলব যদি ঈশান কিশানের সঙ্গে ভারতীয় দল বিগত ছয়-আট মাস থেকেছে, তাহলে উইকেটের পিছনে ওরই থাকা উচিত। ঈশান ১৫ মাস উইকেট কিপিং করছে। ওই করুক। অন্য কাউকে ভাবার কী দরকার! আমার দারুণ লেগেছে তিলক বর্মাকে। আমি দলে একজন বাঁ-হাতি চাই। এই ভাবেই দেখতে চাই আমি।’ এখন দেখার ভারতের বিশ্বকাপ দলে অজিত আগরকর অ্যান্ড কোং কাদের রাখেন, কাদের বাদ দেন।

আরও পড়ুন: Team India: তিন ঐতিহাসিক লজ্জা, মাথা হেঁট হার্দিকদের, অপ্রত্যাশিত বললেও কম!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)