Partha Chatterjee: প্রভাবশালী ফাঁস এড়াতে জেল সুপারকে ডিঙিয়ে আদালতে ‘সহকারী চাই’ বলে আবেদন পার্থর

শরীর অসুস্থ, তাই জেলে সহকারী চেয়ে আদালতে আবেদন করলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন আদালতে শুনানির সময় এই আবেদন করেন তিনি। তবে এব্যাপারে নির্দেশ দেওয়ার এক্তিয়ার আদালতের নেই বলে আবেদন খারিজ করে দেন বিচারক। প্রশ্ন উঠছে, জেল কর্তৃপক্ষকে বাদ দিয়ে হঠাৎ কেন আদালতে আবেদন করতে গেলেন পার্থ?

এদিন বিচারককে পার্থবাবু বলেন, আমার শরীর অসুস্থ। দৈনন্দিক কাজ করার জন্য একজন সহকারী চাই। একজন সহকারী দিতে যেন জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেয় আদালত। পার্থর আবেদন শুনে বিচারক বলেন, আপনি জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করুন। এব্যাপারে নির্দেশ দেওয়ার এক্তিয়ার আদালতের নেই। ফের পার্থবাবু বলেন, আদালত নির্দেশ দিলে ভালো হয়। কিন্তু পার্থর আবেদনে আর কর্ণপাত করেননি বিচারক।

প্রশ্ন হল, জেল কর্তৃপক্ষকে বাদ দিয়ে হঠাৎ আদালতে এরকম আজব দাবি কেন করতে গেলেন পার্থ? বিশেষজ্ঞদের মতে, জেলে যথেচ্ছাচার করে ইতিমধ্যে নিজের ও জেল সুপারের কবর খুঁড়েছেন পার্থ। জেলে আংটি পরে ঘোরাকে হাতিয়ার করে তাঁর জামিন রুখে দিয়েছে সিবিআই। প্রমাণ করে দিয়েছে, তিনি কতটা প্রভাবশালী। ওদিকে ওই ঘটনায় আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR. যার ফলে তাঁর চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছে। এই অবস্থায় জেলে বাড়তি সুযোগ সুবিধা গ্রহণের আগে বাড়তি সাবধানী পার্থ। তাই জেল সুপারের কাছে আবেদনের আর সাহস দেখাচ্ছেন না তিনি। সেক্ষেত্রে ফের তাঁর বিরুদ্ধে উঠতে পারে প্রভাব খাটিয়ে সুবিধা আদায়ের তত্ত্ব।