দল ঘোষণার দিন, সম্ভাব্য স্কোয়াড, বাদ পড়ছেন কোন মহারথী? রইল সুপার-ডুপার সব আপডেট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ টালবাহানর পর গত জুন মাসে, এশিয়া কাপের (Asia Cup 2023) ভেন্য়ু ও দিনক্ষণ চূড়ান্ত করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council)। এশিয়া কাপ শুরু ৩১ অগস্ট থেকে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথমবার হাইব্রিড মডেলে (hybrid model) টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল অংশ নেবে (India, Pakistan, Sri Lanka, Bangladesh, Afghanistan, Nepal) এশিয়া কাপে। যুগ্মভাবে এশিয়ার সেরা হওয়ার লড়াই আয়োজন করবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। পাকিস্তানে হবে চারটি ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে হবে ন’টি ম্যাচ। গ্রুপ পর্যায়ের ম্যাচের পর খেলা গড়াবে সুপার ফোরে। সেখান থেকে ফাইনালে দুই দল। বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবার এশিয়া কাপ পঞ্চাশ ওভারের ফরম্যাটে। 

আরও পড়ুন: Wasim Akram: ‘ভিডিয়ো ডিলিট করে ক্ষমা চাক’! ইমরানের অপমানে ফুঁসছেন আক্রম, জ্বলছে পাক ক্রিকেট…

এখনও পর্যন্ত অজিত আগরকরের নির্বাচক কমিটি এশিয়া কাপের দল ঘোষণা করেনি। রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা ওয়েস্ট ইন্ডিজ সফরের পাট চুকিয়ে চলে এসেছেন ভারতে। সব ঠিক থাকলে আগামী রবিবার অর্থাৎ ২০ অগস্ট বিসিসিআই এশিয়া কাপের দল বেছে নেবে। এখন প্রশ্ন এশিয়া কাপে কারা খেলবেন, সম্ভাব্য দলের যে তালিকা পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু জায়গা নেই ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনের! এমনটাই রিপোর্ট একাধিক মিডিয়ার। কেরলের ২৮ বছরের ক্রিকেটার সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি। ফলে নির্বাচকরা আর সঞ্জুকে জায়গা দিতে প্রস্তুত নন। এমনকী সঞ্জুর বিশ্বকাপ খেলার স্বপ্নও শেষ হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। সঞ্জু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সীমিত ওভারের ফরম্যাটে খেলেছেন। দু’টি ওয়ানডে ম্য়াচে তিনি যথাক্রমে ৯ ও ৫১ রান করেছেন। তিনটি টি-২০ ম্যাচে তিনি করেছেন ১২, ৭ ও ১৩।

দেখতে গেলে সেঅর্থে দলে আর সঞ্জুর জায়গাও নেই। কেএল রাহুল ফিট হয়ে গিয়েছেন। ব্যাট হাতে ও উইকেটের পিছনে তাঁর উপরেই ভরসা রয়েছে টিম ম্য়ানেজমেন্টের। দলে থাকবেন ঈশান কিশানও। তিনিও দ্বৈত ভূমিকায় পরীক্ষিত এবং প্রমাণিত।  অন্যদিকে জোরে বোলার প্রসিদ্ধ কৃষ্ণাও ফিট। রাহুল, শ্রেয়স আইয়ার ও প্রসিদ্ধ কৃষ্ণা যে, এশিয়া কাপের দলে থাকবেন, তা এখনই বলে দেওয়া যায়। এশিয়া কাপের দলের প্রায় অধিকাংশ ক্রিকেটারই বিশ্বকাপের দলে থাকবেন। কিছু সংযোজন হবে। অবশ্য়ই বিশ্বকাপের দল হবে জাতীয় দলের এক নম্বর পেসার জসপ্রীত বুমরাকে নিয়ে। এই মুহূর্তে যিনি আয়ারল্যান্ড সফরে। তাঁর নেতৃত্বে তরুণ স্কোয়াড খেলবে তিন ম্যাচের টি-২০ সিরিজ।

এশিয়া কাপের সম্ভাব্য দল: রোহিত শর্মা, শুভমান গিল, ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও মুকেশ কুমার।

আরও পড়ুন: Wahab Riaz: আগুনে স্পেলে ঘুম কাড়তেন ব্যাটারদের, কাপযুদ্ধের আগেই অবসর পাক নক্ষত্রের!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)