Emergency alert message: ফোনে ‘এমার্জেন্সি অ্যালার্ট’ পেয়েছেন? হ্যাক হয়নি তো? এটার অর্থ কী আসলে?

আচমকা ফোনে এসেছে ‘এমার্জেন্সি অ্যালার্ট’? এটা ভুয়ো কিছু নয় তো? ফোন হ্যাক যায়নি তো? বৃহস্পতিবার দুপুরে নিজেদের একটি মেসেজ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। কেউ-কেউ তো ইংরেজি ছাড়াও অন্য ভাষায় মেসেজ পান। তবে বিষয়টি নিয়ে আতঙ্কের কিছু নেই। কারণ পরীক্ষামূলকভাবে কেন্দ্রীয় সরকারের তরফে সেই বার্তা পাঠানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ঘূর্ণিঝড়, প্রবল বৃষ্টির মতো কোনও প্রাকৃতিক বিপর্যয় বা জরুরি অবস্থার সময় মোবাইলের মাধ্যমে দেশের মানুষকে সতর্ক করার পাঠানোর জন্য যে পরীক্ষা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে সকলে সেই মেসেজ পাননি। কেউ-কেউ সেই মেসেজ পেয়েছেন।

ওই মেসেজে কী আছে? ওই মেসেজে বলা হয়েছে, ‘এটি একটি স্যাম্পেল টেস্টিং মেসেজ, যা সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে পাঠাচ্ছে ভারত সরকারের টেলিকমিউনিকেশন দফতর। দয়া করে এই মেসেজ এড়িয়ে যান। কারণ আপনাদের কিছু করতে হবে না। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে পুরো ভারতে এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম চালু করার জন্য এটা পরীক্ষামূলকভাবে করা হচ্ছে। এই সিস্টেমের মাধ্যমে জরুরি পরিস্থিতির সময় জনগণের সুরক্ষা ব্যবস্থা এবং নিয়মতো সতর্কবার্তা প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে।’

(বিস্তারিত পরে আসছে)