Bengal Safari: এবার বেঙ্গল সাফারিতে দেখা মিলবে আফ্রিকান সিংহ, গিবনের, থাকছে আরও আকর্ষণ

পুজোর আগে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ককে। দর্শকদের কাছে আরও আকর্ষণী করে তুলতে আনা হবে আফ্রিকান সিংহ। তবে অফ্রিকা থেকে নয় আনা হচ্ছে ভারতেই দুটি চিড়িয়াখানা থেকে। সাফারি কর্তৃপক্ষ সূত্রে খবর আনা হচ্ছে গিবনও।

এই আফ্রিকান সিংহকে রাখার জন্য পার্ক তৈরি কাজ প্রায় শেষ পর্যায়ে। সূত্রের খবর, বাছাই করা হয়েছে সিংহ। কলকাতার আলিপুর এবং ত্রিপুরার চিড়িয়াখানা থেকে দুটি সিংহ আনা হবে বেঙ্গল সাফারি পার্কে। এছাড়া আনা হচ্ছে গিবনও। এছাড়া নানা প্রজাতির সাপ নিয়ে তৈরি হচ্ছে একটি পার্কও। এছাড়া ঔষধি গাছের পার্ক এবং একটি অ্যাম্ফিথিয়েটারও পুজোর আগে দর্শকদের জন্য খুলে দেওয়া পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

(পড়তে পারেন। পুরনো লাইনে তেমন বাড়েনি যাত্রীসংখ্যা, নজর কাড়ছে ইস্ট ওয়েস্ট মেট্রো)

সিংহ এবং গিবন আনার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছ রাজ্য বন দফতর। দফতরের আশা সেপ্টেম্বরের মাঝমাঝি এই অনুমতি মিলতে পারে। তাই জোরকদমে নতুন বাসিন্দাদের জন্য পার্ক সাজানোর কাজ শুরু হবে।

রাজ্য বন দফতরের সচিব, সৌরভ চৌধুরী বলেন,’কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নতুন বন্যপ্রাণী আনা সম্ভব নয়। বেঙ্গল সাফারিকে আকর্ষণীয় করতে কিছু নতুন বন্যপ্রাণী আনা হবে। কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের অনুমতি পেলেই তাদের আনার কাজ শুরু হয়ে যাবে।’

তবে কর্তৃপক্ষের লক্ষ্য পুজোর আগেই দর্শকদের জন্য বেঙ্ল সাফারিকে আরও আকর্যণীয় করে তোলা। কারণ, পুজো থেকে সাফারিতে পর্যটকদের ঢল নামা শুরু হবে। তাই কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃক্ষের অনুমতির অপেক্ষায় বন দফতর।

(পড়তে পারেন। আতশবাজি হাবের জন্য জায়গা চূড়ান্ত করল রাজ্য, বাজি মেলা সেখানেই করার ভাবনা)

প্রসঙ্গত ২০১৬ সালে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরের বনাঞ্চলের একাংশকে নিয়ে তৈরি হয় বেঙ্গল সাফারি পার্ক। পর্যটকদের কাছে অন্যতম আকর্যণীয় স্থান এই সাফারি পার্ক। প্রাচীর ঘেরা জঙ্গলে হিমালয়ান ব্ল্যাক বেয়ার, চিতাবাঘ, গন্ডার, অগুনতি হরিণ, ময়ূর, বুনো শুয়োর, কুমীর, নানা প্রজাতির পাখি, ভাম, ফিশি ক্যাট দেখা মেলে। এবার তাকে আরও আকর্ষণীয় করতে আফ্রিকান সিংহ আনছে কর্তৃপক্ষ।