JU Student Death: পুলিশের তলবে থানায় ট্যাক্সিচালক, জানালেন ঘটনার রাতের ছবি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় ট্যাক্সিচালককে জেরা করল পুলিশ। বৃহস্পতিবার যাদবপুর থানায় তাঁকে জেরা করেন তদন্তকারীরা। গত ৯ অগাস্ট রাতে তিনি কী দেখেছিলেন তা বিস্তারে জানান ট্যাক্সিচালক তুলসি যাদব। এই ঘটনার তদন্তে তাঁর বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন তদন্তকারীরা।

গত ৯ অগাস্ট রাতে হস্টেলের ৩ তলা থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর প্রথম বর্ষের ওই ছাত্রকে নিয়ে ট্যাক্সি করে হাসপাতালে পৌঁছয় অন্য আবাসিকরা। তদন্তে নেমেই সেই ট্যাক্সিচালকের খোঁজ শুরু করে পুলিশ। বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গাড়ির নম্বর উদ্ধার করেন তাঁরা। জানা যায়, গাড়িটির চালক তুলসি যাদব। বৃহস্পতিবার তাঁকে যাদবপুর থানায় তলব করা হয়েছিল।

এদিন নির্দিষ্ট সময় থানায় পৌঁছে তদন্তকারীদের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন ট্যাক্সিচালক। তিনি বলেন, ঘটনার রাতে আমি বিশ্ববিদ্যালয়ের হস্টেলের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখন তিন চারজন ছাত্র আমাকে হাত দেখিয়ে থামতে বলে। আমি থামতেই জানায়, এমারজেন্সি কেস আছে সঙ্গে যেতে হবে। আমি কিছু বলার আগেই গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে তারা। এর পর তারা আমাকে হস্টেলের ভিতরে নিয়ে যায়। সেখানে দেখি একটা ছেলেকে কোলে করে পিছনের সিটে তুলছে কয়েকজন ছাত্র। ছেলেটার দেহে কোনও পোশাক নেই। মাথায় একটা গামছা জড়ানো। গাড়িতে উঠে ছাত্ররা বলে, KPC মেডিক্যাল কলেজে চলুন। আমি তাদের সেখানে পৌঁছে দিই। আমাকে ভাড়া মিটিয়ে দেন এক ছাত্র। এর পর আমি ট্যাক্সি নিয়ে আবার ভাড়া খুঁজতে বেরিয়ে পড়ি।